ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে সংবাদ সম্মেলন

এমপি শিমুল পরিবার সদস্যদের কর্মকাণ্ডের প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ এপ্রিল ২০১৭

এমপি শিমুল পরিবার সদস্যদের কর্মকাণ্ডের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৬ এপ্রিল ॥ হরিশপুর বাস টার্মিনালের ঘর বরাদ্দ নিয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছোট ভাই সাজেদুল ইসলাম সাগরের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া। রবিবার দুপুরে নাটোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতি দখল এবং এমপি পরিবারের অনৈতিক কর্মকা-ের প্রতিবাদ জানানো হয়। অপরদিকে, অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা বাস মিনিবাস মালিক সমিতি। নাটোর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এহিয়া চৌধুরী অভিযোগ করে বলেন, ২০১৪ সালে দুই বছর মেয়াদী নাটোর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বলাভের পর থেকে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সমিতির সব দায়-দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছিলেন। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই ২০১৬ সালের ১৭ জানুয়ারি ওই কমিটি বিলুপ্তি না করে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার ছোট ভাই সাজেদুল ইসলাম সাগরকে সমিতির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত করে নতুন কমিটি তৈরি করে অনুমোদনের জন্য সুপারিশ করেন। পরবর্তীতে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নামে সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর বড়হরিশপুর বাসটার্মিনালে কাউন্টার বরাদ্দের নামে প্রতি কাউন্টার পিছু অবৈধভাবে ১০ থেকে ১৫ লাখ টাকা আদায় করেছেন। আদায়কৃত সমুদয় টাকা পৌরসভায় জমা দেয়ার কথা থাকলেও পৌরসভায় মাত্র এক লাখ টাকা জমার রশিদ দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন খাতে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার পরিবারের নানা অনৈতিক কর্মকা-ের প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া, তিনি বলেন নাটোর-বরিশাল রুটে বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার মালিকানাধীন বাস রাজশাহী-নাটোর-বরিশাল রুটে চলতে দেয়া না হলে সোমবার তিনি তার মালিকানাধীন আকিব পরিবহনের ১৮টি বাস পুড়িয়ে এ সব অত্যাচারের প্রতিবাদ জানাবেন বলে ঘোষণা দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌরমেয়র উমা চৌধুরী জলি, নাটোর জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হোসেন সরদার উপস্থিত ছিলেন। অপরদিকে, বিকেল ৪টায় নাটোর বাস মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, এহিয়া চৌধুরী সংবাদ সম্মেলনে ঘর বরাদ্দের অর্থ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বলেন, কাউন্টার বরাদ্দ বাবদ যে টাকা নেয়া হয়েছে বা হচ্ছে সে অর্থ দিয়ে কাউন্টার নির্মাণসহ আনুষাঙ্গিক কাজ করা হচ্ছে। সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর পৌরসভার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে ঘর বরাদ্দ নিয়েছেন এবং প্রতিমাসের ঘর ভাড়া পরিশোধ করে আসছেন। এখানে কোন আর্থিক অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর, সমিতির সদস্য আব্দুর রশিদ, জেলা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
×