ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে কার-মাইক্রো সংঘর্ষে নিহত চার

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ এপ্রিল ২০১৭

নরসিংদীতে কার-মাইক্রো সংঘর্ষে নিহত চার

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৬ এপ্রিল ॥ মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার নোয়াদিয়া গাংপাড় নামক স্থানে রবিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে । জানা গেছে, সিলেটগামী প্রাইভেটকারের ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাস ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকার যাত্রী বিল্লাল হোসেন (২৫) তার শ্যালক আবুল হোসেন (২৪), মাইক্রোচালক রাসেল (৩০), অজ্ঞাত মহিলা (৫০) নিহত হয়। আহত হয় হিরামণি (১২) ছিদ্দিকমিয়া (৬০) সুরাইয়া বেগম (৫৫), সাকেস্তা বেগম (২৫) আলামিন (২৫), শহিদুল ইসলাম (৪০), নুর আলম (৪) ও ইব্রাহিম। বাগেরহাটে ভ্যানচালক স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, ফকির হাটে অটোভ্যান ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক রাজু হাওলাদার নামের একজন নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানের যাত্রী দুই মহিলা গুরুত্বর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সোনাখালী ভায়া বারুইপাড়া সড়কের খেলার মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা মাইক্রোসহ চালককে পুলিশের হাতে সোপর্দ করেছে। রূপগঞ্জে রিক্সা আরোহী নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী ইটবাহী ট্রাকচাপায় এনায়েত মিয়া (২৮) নামে রিক্সা আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন রিক্সাচালকসহ আরও এক যাত্রী। রবিবার সকালে উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। ফটিকছড়িতে গৃহবধূ নিজস্ব সংবাদদাদা, ফটিকছড়ি থেকে জানান, উপজেলার নাজিরহাট পৌর এলাকার মাইজভান্ডার সড়কে রবিবার সকাল ১০টায় ট্রাকের নিচে পৃষ্ট হয়ে খত্ বানু (৩০) নামে এক গৃহবধূ মারা গেছে। নাটোরে চালক-হেলপার নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, লালপুরের বনপাড়া-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। রবিবার দুপুর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ট্রাকচালক পাবনার ইশ্বরদীর মুলাডুলি এলাকার মৃত আয়েনউদ্দিনের ছেলে ফরিদ হোসেন (৪৫) ও হেলপার একই এলাকার আইয়ুব আলীর ছেলে সুজন শেখ (৩০)। আহতদের উদ্ধার করে বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
×