ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রান্সমিটার বিস্ফোরণে নিহত ১

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ এপ্রিল ২০১৭

ট্রান্সমিটার বিস্ফোরণে নিহত ১

স্টাফ রিপোর্টর, নীলফামারী ॥ পিডিবির ট্রান্সমিটার বিস্ফোরণে একজন নিহত ও চারজন গুরুত্বর আহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, রামডাঙ্গা বনবিভাগের বনবাগান সংলগ্ন পিডিবির ট্রাসমিটারটি বিস্ফোরণ ঘটে। ফলে পুরো এলাকায় বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় রামডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম (১৬) ঘটনা স্থলেই মারা যায়। আহত হয় চারজন। এরা হলোÑ একই গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী সুমি আক্তার, সাইফুল ইসলাম কালা, কবীর হোসেন, মিলন ইসলাম। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে কোন মূল্যে জঙ্গীবাদ ও সন্ত্রাস দূর করতে হবে ॥ নৌমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ এপ্রিল ॥ যে কোন মূল্যেই দেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস দূর করতে হবে। সঙ্গে সঙ্গে যারা নিরীহ মানুষের ওপর জুলুম নির্যাতন চালায়, মানুষকে পুড়িয়ে মারে, বাস-গাড়ি ভাংচুর করে, রাস্তাঘাট অবরোধ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। রবিবার দুপুরে এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে মাদারীপুর শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ১১১ সদস্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন ও ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি এ কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালে দেশে যখন গার্মেন্টস শিল্পে অচলাবস্থা সৃষ্টি হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দেন শ্রমিক কর্মচারী ও পেশাজীবীদের নিয়ে কিভাবে আন্দোলন বন্ধ করা যায়। আমি দায়িত্ব পেয়েই ৫২টি শ্রমিক সংগঠনকে একত্রে করে কমিটি গঠন করলাম। কমিটির বিভিন্ন পদক্ষেপের ফলে সেই আন্দোলন বন্ধ হয়ে যায়। অদ্যাবধি গার্মেন্টস শ্রমিকরা কোন আন্দোলনে নামেনি। সেই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২০ জানুয়ারি ঢাকাতে গঠন করলাম ‘শ্রমিক কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’। যা আজ মাদারীপুরে জেলা কমিটি গঠন করা হলো। খন্দকার খায়রুন হাসান নিটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী প্রমুখ। মঠবাড়িয়ায় ডাকাতি ॥ আসামি গ্রেফতার চট্টগ্রামে সংবাদদাতা, মঠবাড়িয়া, ১৬ এপ্রিল ॥ বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানের আমড়াগাছিয়া গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মনির হোসেন নামের যুবককে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। ডাকাতির ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত রুবেলের স্বীকারোক্তি মতে শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দর থানার ব্যাংক কলোনি এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির উপজেলার ভাইজোড়া গ্রামের খলিল মাঝির ছেলে। গ্রেফতারকৃত আসামি মনিরকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
×