ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁ পৌরসভার বিরুদ্ধে

বিচারাধীন সম্পত্তির ভবন ভেঙ্গে দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ এপ্রিল ২০১৭

বিচারাধীন সম্পত্তির ভবন ভেঙ্গে দেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ এপ্রিল ॥ শহরে শতাধিক বছরের পুরনো অন্তত শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন থাকা সত্ত্বেও ডালপট্টি মহল্লায় কৃষ্ণ চৌধুরীর বাসার একাংশ ভেঙ্গে প্রতিপক্ষ নাসিম বিহারীকে দখলে দেয়ার অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভবন মালিক কৃষ্ণ চৌধুরী এ অভিযোগ করেছেন। বিতর্কিত ওই বাসার জায়গা-জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রতিপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে এবং তাদের খুশি করতেই পৌর কর্তৃপক্ষ পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ দেখিয়ে বাড়ির একাংশ ভেঙ্গে দিয়েছে। মূলত কৃষ্ণ চৌধুরীকে তার বসতবাড়ি থেকে সপরিবারে উচ্ছেদ করে সেখানে প্রভাবশালী প্রতিপক্ষের মার্কেট নির্মাণে সহায়তা করা হচ্ছে। কৃষ্ণ চৌধুরী ও তার স্ত্রী দীপা চৌধুরী জানান, তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে পার্শ্ববর্তী নাসিম উদ্দিন দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছেন। ইতোপূর্বে বেশ কয়েকবার তাদের উচ্ছেদ করে বসতবাড়ি জবরদখল করার জন্য ভাড়াটে বাহিনী এনে হামলা, ভাংচুর ও মারপিট করা হয়। সে সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ব্যাপারে নওগাঁ সহকারী জজ আদালত, থানা এবং হাইকোর্টে মামলা বিচারাধীন। সর্বশেষ নাসিম উদ্দিন (বিহারী) পৌরসভাকে ম্যানেজ করে তাদের বাড়ি পুরনো ও ঝুঁকিপূর্ণ দাবি করে ভবনটি সরিয়ে নেয়ার দাবি জানায়। পৌর কর্তৃপক্ষ ২৯ মার্চ ২৪ ঘণ্টার মধ্যে পুরনো ঝুঁকিপূর্ণ ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার নোটিস দেয়। এরই ধারাবাহিকতায় চৈত্রসংক্রান্তির দিন দুপুরে পৌরসভার লোকজন বহিরাগতদের সঙ্গে নিয়ে কৃষ্ণের বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলা ঝুঁকিপূর্ণ দেখালেও নিচতলাসংলগ্ন বাথরুম, কলের পাড়সহ রান্নাঘর ভাংচুর করে। সেই সঙ্গে নাসিমের লোকজন তাৎক্ষণিক জায়গাটি ঘিরে নেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে দাবি করেন তারা। এ ব্যাপারে নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র হাসান ইমাম তমাল জানান, কৃষ্ণ চৌধুরীর বাড়ির একটি অংশ তার ভাই শিবু নাসিমের কাছে বিক্রি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন একাধিকবার দেন-দরবার করলেও কোন সুরাহা হয়নি। পৌরসভা যা করেছে তা পৌরবিধি অনুসারেই করেছে বলে দাবি করেন তিনি।
×