ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৈসাবি উৎসবে মারমাদের পানি খেলা

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ এপ্রিল ২০১৭

বৈসাবি উৎসবে মারমাদের পানি খেলা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৬ এপ্রিল ॥ বৈসাবি উৎসব উপলক্ষে রবিবার রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালীর বেতবুনিয়া হাইস্কুল মাঠে মারমাদের প্রধান উৎসব সাংগ্রাই অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবির সামাপ্তি দিনে এখানে বিপুল লোকের সমাগম হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশসিং ও সাবেক প্রতিমন্ত্রী একসঙ্গে এই উৎসবের উদ্বোধন করেন। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর উদ্দেশ্যে এই উৎসব করা হয়ে থাকে। পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে ফেলে নতুন বছরকে বরণ করার লক্ষ্যে মারমা সম্প্রদায় এই পানি খেলার আয়োজন করে। এর মূল সুর হলো পানির দ্বারা ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করা। পানি খেলায় মারমা যুবক-যুবতীরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে একের গায়ে অপর পানি ছিঠিয়ে দিয়ে আনন্দের মাধ্যমে নতুন বছরকে স্বাগতম জানায়। রাঙ্গামাটির এই উৎসবে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপস্থিত ছিলেন। লামায় সাংগ্রাই মেলায় সংঘর্ষ ॥ আহত ২০ নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৬ এপ্রিল ॥ লামা উপজেলায় সাংগ্রাই উৎসবের মেলায় দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। জানা গেছে, রবিবার দুপুরে লামা পৌরসভার এলাকার সাবেক বিলছড়িতে সাংগ্রাই মেলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। গুরুতর আহতরা হলেন, লামার গজালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য উসাচিং মার্মা, থোয়াইনু মার্মা, মংসা অং মার্মা, চমং মার্মা, উক্য মং মার্মা, মংথোয়াই মারমা, অংচুই থোয়াই মার্মা, হ্লানুমং মার্মা, হ্লায়য় মার্মা, মংসাইচিং মার্মা, মংসাই চিং মার্মা, হ্লাচিং মার্মা, ওয়াই নু মার্মা, থুইচিং মার্মা ও পাইচিং মারমা। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, গত বছর লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি পাড়ার ছেলের সঙ্গে গজালিয়া ইউনিয়নের ছোটবমু হেডম্যান পাড়ার এক মেয়ের প্রেম বিষয় নিয়ে সমস্যার সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে সালিশী বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সাবেক বিলছড়ি পাড়ার লোকজন।
×