ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিকিৎসার নামে ধর্ষণ!

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ এপ্রিল ২০১৭

চিকিৎসার নামে ধর্ষণ!

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অসুস্থ নারীকে ‘চিকিৎসা’র নামে ধর্ষণের অভিযোগ উঠেছে ভ- কবিরাজের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই নারীকে শনিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাগমারা উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে ওসিসিতে ভর্তির পর ঘটনা জানাজানি হয়। নির্যাতিত ওই নারীর বাড়ি দেওলিয়া গ্রামে। তাকে ধর্ষণের পর থেকে অভিযুক্ত ভ- কবিরাজ সাইদুর রহমান দেওয়ান লাপাত্তা রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি নাছিম আহমেদ। ওসি জানান, রামেক হাসপাতালের ওসিসি থেকে তাকে ঘটনাটি জানানো হয়েছে। ওসিসি থেকে এজাহার থানায় পাঠানোরও প্রস্তুতি চলছে। সেটি থানায় গেলেই মামলা হিসেবে রেকর্ড করা হবে। স্বামীর বরাত দিয়ে ওসি নাছিম জানান, কিছু দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন গৃহবধূ। স্থানীয়দের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী তাকে স্থানীয় কবিরাজ সাইদুরের কাছে নিয়ে যান। কবিরাজ সাইদুর জানান, ওই নারীর শরীরে ‘পাগলা জিন’ ভর করেছে। রাতে ‘চিকিৎসার’ মাধ্যমে জিন তাড়াতে হবে। কবিরাজ সাইদুর ওই নারীকে তার বাড়িতে রেখে সবাইকে চলে যেতে বলেন। তার কথামতো স্বামী তাকে কবিরাজের বাড়িতে রেখে চলে যান। ঘণ্টা দুয়েক পর তিনি গিয়ে দেখেন, তার স্ত্রী আরও অসুস্থ পড়েছেন। এ সময় গৃহবধূ তাকে ধর্ষণের কথা জানান। এ নিয়ে হট্টগোল শুরু হলে কবিরাজ সাইদুর কৌশলে পালিয়ে যা। এরপর গৃহবধূকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। কবিরাজ সাইদুরের এমন কা-ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
×