ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপার আরও কাছাকাছি জুভেন্টাস

প্রকাশিত: ০৬:৩২, ১৭ এপ্রিল ২০১৭

শিরোপার আরও কাছাকাছি জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে এখন এককভাবেই রাজত্ব করছে জুভেন্টাস। সর্বশেষ টানা পাঁচবার চ্যাম্পিয়ন তারা। এবার রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। শনিবার পেসকারার বিপক্ষেও ২-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে জুভেন্টাস। স্বাগতিকদের বিপক্ষে দুটি গোলই করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করেন তিনি। ম্যাচ শুরুর ২২ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন গত মৌসুমেই নেপোলি ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়া এই তারকা ফুটবলার। এরপর ৪৩ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন তিনি। ম্যাচের বাকি সময়টাতে আর কোন গোল না হলে পেসকারার বিপক্ষে ২-০ ব্যবধানের অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালির এই জায়ান্ট ক্লাবটি। এই জয়ের ফলে ইতালিয়ান সিরি’এ লীগে মৌসুমের প্রথম ৩২ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ৮০ পয়েন্ট। যেখানে সমানসংখ্যক ম্যাচ খেলা রোমার দখলে ৭২ পয়েন্ট। অর্থাৎ দুই দলের পয়েন্ট ব্যবধান আট। রোমার অবশ্য এদিন সুযোগ ছিল পয়েন্ট ব্যবধানটা কমানোর। কিন্তু আটালান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় তারা। শনিবার সিরি’এ লীগে দিনের প্রথম ম্যাচেই ২-২ গোলের ড্র উপহার দেয় ‘চীনা মিলান’ ডার্বি। এরপর জেনোয়া-ল্যাজিও’র ম্যাচটিও একই ব্যবধানে ড্র হয়। তবে এদিন দারুণ জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ক্যালিয়ারি, এম্পলি এবং সাসাওলো। আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সিলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। তার আগে পেসকারার বিপক্ষে এই জয় নিঃসন্দেহেই মানসিকভাবে এগিয়ে থাকবে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। কিন্তু সেই ম্যাচের আগে শুনা যাচ্ছে ফিরতি লেগে মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তাদের বিপক্ষে নাও খেলতে পারেন পাওলো দিবালা। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সিলোনাকে হারানোর দিন অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের জোড়া গোলের সৌজন্যেই জুভেন্টাস ৩-০ গোলে হারায় কাতালান ক্লাবটিকে। কিন্তু দ্বিতীয় লেগে তার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে সংশয়। পেসকারার মাঠে খেলতে নেমে বিরতির ঠিক আগ মুহূর্তে গোড়ালির চোট পেয়েছেন এই আর্জেন্টাইন তারকা। তাই বুধবারের আগে চোট থেকে সেরে উঠতে না পারলে প্রথম লেগের জয়ের নায়ককে ছাড়াই ন্যুক্যাম্পে বার্সিলোনার বিপক্ষে মাঠে নামতে হবে জুভেন্টাসকে। যদিও জুভেন্টাস কোচ জানিয়েছেন বার্সিলোনার বিপক্ষে শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন দিবালা।
×