ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা লীগের দ্বিতীয় রাউন্ড শুরু আজ

প্রকাশিত: ০৬:৩২, ১৭ এপ্রিল ২০১৭

ঢাকা লীগের দ্বিতীয় রাউন্ড শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ। দ্বিতীয় রাউন্ডের প্রথমদিনে আজ আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে। ম্যাচটি বিকেএসপি-৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। একইদিন বিকেএসপি-৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লড়াই করবে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন পরস্পরের বিপক্ষে খেলবে। মঙ্গলবার ফতুল্লায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স, বিকেএসপি-৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-কলাবাগান ক্রীড়া চক্র এবং বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-খেলাঘর সমাজকল্যাণ সমিতি মুখোমুখি হবে। দ্বিতীয় রাউন্ডে খেলতে নামার আগে গাজী গ্রুপ, প্রাইম দোলেশ্বর, আবাহনী, রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, শেখ জামাল একটি করে ম্যাচে জয় পেয়েছে। হেরেছে ভিক্টোরিয়া, কলাবাগান, ব্রাদার্স, খেলাঘর, পারটেক্স ও মোহামেডান। এক ম্যাচে এক জয় পেয়ে ২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে গাজী গ্রুপ। সেখানে এক ম্যাচ খেলে হেরে রানরেটে পয়েন্ট তালিকায় সবার নিচে আছে মোহামেডান। গত আসরে সুপার লীগে খেলে ছয়টি দলÑ আবাহনী, দোলেশ্বর, রূপগঞ্জ, ভিক্টোরিয়া, মোহামেডান, প্রাইম ব্যাংক। চ্যাম্পিয়ন হয় আবাহনী। এবার প্রথম ম্যাচেই গত আসরের সুপার লীগে খেলা মোহামেডান ও ভিক্টোরিয়া ধরাশায়ী হয়। অবশ্য লীগ সবেমাত্র শুরু হয়েছে। সামনে অনেকটা পথ বাকি। যে দল সামনে ভাল খেলবে, তারাই সুপার লীগে শুরুতে স্থান করে নেবে। এরপর শিরোপা জেতার চেষ্টা করবে। লীগে খেলছে ১২টি দল। এখান থেকে প্রতিটি দল লীগপর্বে প্রতিটি দলের বিপক্ষে লড়াই করবে। একবার করে লড়াই শেষে যে ৬টি দল পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকবে তারাই সুপার লীগে খেলবে। সেই সঙ্গে আগামী মৌসুমে লীগে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করবে। সুপার লীগে খেলতে না পারা ছয়টি দল বাদ পড়বে। তবে পয়েন্ট তালিকায় সেরা নয় নম্বর পর্যন্ত থাকা দল যেহেতু আগামী মৌসুমে শুরুতেই সরাসরি খেলার টিকেট পাবে, তাই ১ থেকে ৯ নম্বর দলের কোন চিন্তা থাকছে না। কিন্তু পয়েন্ট তালিকায় ১০ থেকে ১২ নম্বরে থাকা দল অবনমনের সম্ভাবনায় থাকবে। এ তিন দল নিয়ে হবে রেলিগেশন লীগ। যে দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকতে পারবে তারাও আগামী মৌসুমে লীগ খেলার সুযোগ পাবে। এবার লীগটি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এরসঙ্গে আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজও আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজের আগে লীগ তাই সবার নজরেই থাকছে। এখানে খেলে যে প্রস্তুতিটা নেয়া হচ্ছে। তাছাড়া দুই একজনের বেলাতে এই লীগে ভাল করার ওপর দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্প করতে ইংল্যান্ডে সাসেক্স যাওয়া, এরপর আয়ারল্যান্ডে সিরিজ খেলতে যাওয়া এবং শেষে ১ জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়াও নির্ভর করছে। বিশেষ করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যে ইঙ্গিত দিয়েছেন ছয় পেসার নিয়ে দল গঠন করার, তা লীগের পারফর্মেন্সের ওপরই নির্ভর করছে। নান্নু কয়েকদিন আগে বলেছেন, ‘আমরা আগামী ১৯ এপ্রিল চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করব। তবে দলে তেমন কোন পরিবর্তন না থাকলেও কন্ডিশনের কথা বিবেচনা করে একজন বাড়তি পেসার ও একজন অভিজ্ঞ ব্যাটসম্যান দলে নেয়ার ভাবনা রয়েছে।’ ইংল্যান্ডের কন্ডিশন পেসনির্ভর হবে। এটা স্বাভাবিক। তাই পেসারদের দলে আধিক্যও থাকবে। তাতে করে এখন দলে থাকা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়ের সঙ্গে রুবেল হোসেন ও শফিউল ইসলামের যুক্ত হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। রুবেল তো আবার লীগের প্রথম ম্যাচে ৬ উইকেট নিয়ে নিজের অবস্থান পাকাপোক্তই করে ফেলেছেন। তবে শফিউল সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন সুযোগ পেয়ে যেতে পারেন। নান্নু একজন সিনিয়র ব্যাটসম্যানকে নেয়ার ভাবনাও করছেন। সেই ব্যাটসম্যান কে হবেন? প্রথম ম্যাচে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে নাসির হোসেনও দুর্দান্ত ব্যাটিং করে দেখিয়েছেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাহলে কী নাসিরই হচ্ছেন সেই সিনিয়র ব্যাটসম্যান? তা সময়ই বলবে। আজ লীগের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। এ ম্যাচটিতেও ভাল খেলতে হবে।
×