ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ম্যানসিটি-টটেনহ্যামের গোলোৎসব

প্রকাশিত: ০৬:৩২, ১৭ এপ্রিল ২০১৭

ম্যানসিটি-টটেনহ্যামের গোলোৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে দীর্ঘদিন ধরেই অনিয়মিত ভিনসেন্ট কোম্পানি। তারকা এই ডিফেন্ডারের অভাব হাড়ে হাড়ে বুঝতে পেরেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। সম্প্রতি ফিট হয়ে আবারও মাঠের লড়াইয়ে ফিরেছেন বেলজিক অধিনায়ক। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির জয়ে করেছেন দারুণ একটি গোলও। এ্যাওয়ে ম্যাচে ম্যানসিটি ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক সাউদাম্পটনকে। এই ম্যাচেই কোম্পানি দীর্ঘ ২০ মাস পর গোল পেয়েছেন। অর্থাৎ ২০১৫ সালের আগস্টের পর জাল খুঁজে পেলেন তিনি। সিটির মতো গোলোৎসব করেছে শিরোপা রেসে দারুণভাবে থাকা টটেনহ্যাম হটস্পার। স্পার্সরা ৪-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। আগের ম্যাচে হারের পর এবার ড্র করেছে চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। এ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেস তাদের রুখে দিয়েছে ২-২ গোলে। অন্যান্য ম্যাচে এভারটন ৩-১ গোলে বার্নলিকে, স্টোক সিটি একই ব্যবধানে হাল সিটিকে, ওয়াটফোর্ড ১-০ গোলে সোয়ানসি সিটিকে পরাজিত করে। সান্ডারল্যান্ড ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হয়। সহজ জয়ে ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে ম্যানসিটি। এতে সরাসরি চ্যাম্পিয়ন্স লীগ খেলতে পারাটা সিটিজেনদের জন্য আরও সহজ হয়েছে। ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের নয়েই আছে সাউদাম্পটন। ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। চেলসির সঙ্গে শিরোপা লড়াইটা এখন মূলত স্পর্সরাই ধরে রেখেছে। ৩৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে লিচেস্টার। সিটির চ্যাম্পিয়ন হওয়ার আশা একরকম শেষ। লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লীগে সরাসরি খেলতে পারার। সেজন্য টেবিলের শীর্ষ চারে থাকতে মরিয়া পেপ গার্ডিওলার দল। সাউদাম্পটনকে হারিয়ে সে পথে কিছুটা এগিয়েছে তারা। সহজ জয় পেলেও প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি সিটি। বিরতির পর অতিথিদের কাক্সিক্ষত গোল এনে দেন চোটের কারণে পুরো মৌসুম জুড়ে মাত্র ৮ ম্যাচ খেলতে পারা অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। ডেভিড সিলভার কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। ৫৫ মিনিটের এই গোলের পর আক্রমণের ঢেউ আরও বাড়িয়ে দেয় সিটি। ৭৭ মিনিটে সিটির দ্বিতীয় গোলটি করেন লেরয় সানে। ৮০ মিনিটে সাউদাম্পটনকে হতাশার ষোলোকলা পূর্ণ করান তৃতীয় গোলটি করেন দারুণ ফর্মে থাকা সার্জিও এ্যাগুয়েরো। এই জয়ে দারুণ খুশি সিটি বস গার্ডিওলা। ম্যাচ শেষে তিনি বলেন, এটি দারুণ একটি জয়। আমাদের আত্মবিশ্বাস ও লক্ষ্য আরও বাড়িয়ে দেবে। কোম্পানির গোল প্রসঙ্গে গার্ডিওলা বলেন, যেসব কোচ কোম্পানিকে পেয়েছে, তারা প্রত্যেকেই জানেন সে কতটা গুরুত্বপূর্ণ। চোট ওকে অনেক ভুগিয়েছে। কোম্পানি সত্যিকার অর্থেই একজন ডিফেন্ডার। তাকে ফিরে পাওয়া স্বস্তির। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচের ষষ্ঠ মিনিটে রবার্ট হাথের গোলে এগিয়ে যায় লিচেস্টার। প্রথমার্ধে এই একটি মাত্র গোল হয়। বিরতির পর ৫২ মিনিটে জিমি ভার্ডির গোলে ব্যবধান দ্বিগুণ করে লিচেস্টার। এই অবস্থা থেকে ম্যাচে ফিরে আসে ক্রিস্টাল প্যালেস। দলটির মিডফিল্ডার ইয়োহান কাবাই ৫৪ মিনিটে এক গোল পরিশোধ দেন। এরপর ৭০ মিনিটে বেনটাকি দলকে সমতায় ফেরান। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও জয়বঞ্চিত হওয়ায় হতাশা প্রকাশ করেন লিচেস্টার সিটি ক্রেইগ শেক্সপিয়ার। আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পার একচেটিয়া জয় পেয়েছে। প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয় আরও দুটি গোল করে ম্যাচ নিজেদের করে তারা। ১৬ মিনিটে ডেম্বলে গোল করার পর ১৯ মিনিটে ব্যবধান বাড়ান সন হিউং-মিন। বিরতির পর ৪৮ মিনিটে কানে করেন তৃতীয় গোল করেন। আর জানসেন অতিরিক্ত সময়ের খেলায় শেষ গোলটি করে টটেনহ্যামের বড় জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে স্পার্স কোচ মউরিসিও পচেট্টিনি শিষ্যদের উচ্ছ্বাসিত প্রশংসা করেন।
×