ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিসবাহ, ইউনুস, আফ্রিদির জন্য সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৩১, ১৭ এপ্রিল ২০১৭

মিসবাহ, ইউনুস, আফ্রিদির জন্য সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার ॥ আলোচনা-সমালোচনা, নাটকীয়তার পর মাঠের বাইরে থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শহীদ আফ্রিদি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই ক্যারিয়ারের ইতি টানবেন মিসবাহ-উল হক আর ইউনুস খান। তিন তারকাকে বিদায়ী সংবর্ধনা দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক টুইটার বার্তায় পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘মিসবাহ-ইউনুসের মতো করেই আফ্রিদিকেও বিদায়ী সংবর্ধনা দেয়া হবে। ওর সাথে এ বিষয়ে কথা হয়েছে।’ ২০ ফেব্রুয়ারি আমিরাতে পিএসএল টি২০’র এক ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন আফ্রিদি। এরপর তিনি বলেন, ‘পিসিবি সম্মানজনকভাবে পাকিস্তান খেলোয়াড়দের বিদায় জানাতে পারে না। এদিকে তাদের আরও নজরদারি করা উচিত। অন্যান্য দেশ তাদের খেলোয়াড়দের সম্মানজনকভাবে বিদায় দেয়।’ বুম বুম আফ্রিদিকে ‘হিরো’ উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘আমাদের একমাত্র হিরো লালার (আফ্রিদির ডাকনাম) বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করব। ওর সাথে কথা হয়েছে।। আমরা একটা সময় নির্ধারণ করেছি। আবারও বসব এবং তাকে জাঁকজমকভাবে একটা বিদায় কিভাবে দেয়া যায়, সেটা নিয়ে আলোচনা করব।’ আফ্রিদির পাশাপাশি মিসবাহ ও ইউনুসের বিদায় সংবর্ধনা দেয়া হবে বলে অন্য সংবাদ মাধ্যমে জানান শেঠি, ‘আফ্রিদি-মিসবাহ-ইউনিস, তিনজন পাকিস্তান ক্রিকেটের সেরা তারকা খেলোয়াড়। তাদের ভালভাবে বিদায় সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করছি।’ ওয়েড ভ্যানের অনুপ্রেরণা বোল্ট স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর রিও অলিম্পিকে মাইকেল জনসনের ৪০০ মিটারের রেকর্ড ভেঙ্গেছিলেন দক্ষিণ আফ্রিকার ওয়েড ভ্যান নাইকার্ক। তবে এজন্য তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন জ্যামাইকার কিংবদন্তি স্প্র্রিন্টার উসাইন বোল্ট। সম্প্রতি এক সাক্ষাতকারে তা নিজের মুখেই স্বীকার করেছেন ওয়েড ভ্যান নাইকার্ক। ১০০, ২০০ এবং ৪০০ মিটারে প্রতিযোগিতা করেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই তারকা স্প্রিন্টার জানান, সবগুলো ইভেন্টেই বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন। দীর্ঘ ১৭ বছর আগে ৪৩.১৮ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেছিলেন কিংবদন্তি এ্যাথলেট মাইকেল জনসন। গত বছরের রিও অলিম্পিকে সেই রেকর্ডকেই ছাড়িয়ে যান তিনি। ওয়েড ভ্যান ফিনিশিং লাইন স্পর্শ করতে সময় নিয়েছিলেন মাত্র ৪৩.০৩ সেকেন্ড। রিও অলিম্পিকে ইতিহাস গড়েন উসাইন বোল্টও। অলিম্পিকের ইতিহাসে প্রথম এ্যাথলেট হিসেবে ট্রিপল ট্রিপল জয়ের স্বাদ পান তিনি। সেইসঙ্গে নিজের অমরত্ব প্রতিষ্ঠা করেছেন বোল্ট। অলিম্পিকের ইতিহাসে একই ইভেন্টে পরপর তিনটি স্বর্ণ জয়ের রেকর্ড গড়তে পারেননি কোন এ্যাথলেটই। আর বোল্ট তা করে দেখিয়েছেন।
×