ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির জোড়া গোলে বার্সিলোনার জয়

প্রকাশিত: ০৬:৩০, ১৭ এপ্রিল ২০১৭

মেসির জোড়া গোলে বার্সিলোনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে বার্সিলোনা। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় সুপারস্টার লিওনেল মেসির জোড়া গোলে ভর করে কাতালানরা ৩-২ গোলে হারিয়েছে অতিথি রিয়াল সোসিয়েদাদকে। ন্যুক্যাম্পে বার্সার হয়ে অপর গোলটি করেন আলকাসের। এর আগে লা লিগায় মালাগা ও চ্যাম্পিয়ন্স লীগে জুভেন্টাসের কাছে হেরেছিল বার্সা। অবশেষে জয়ের ধারায় ফিরে এলো ক্লাসিকোর আগে নিজেদের মনোবল বাড়িয়ে নিল লুইস এনরিকের দল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার মতো একই ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। দুইবার পিছিয়ে পড়েও গ্যালাক্টিকোরা এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক স্পোর্র্টিং গিজনকে হারিয়েছে ৩-২ গোলে। রিয়ালের জয়ের রূপকার মিডফিল্ডার ইস্কো। তিনি করেন জোড়া গোল। চ্যাম্পিয়ন্স লীগ ও লা লিগায় এল ক্লাসিকো সামনে রেখে এই ম্যাচে রিয়াল কোচ জিনেদিন জিদান বিশ্রাম দিয়েছিলেন ‘বিবিসি’ ত্রয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেনজামা ও গ্যারেথ বেলকে। দুই পরাশক্তি ঘাম ঝরিয়ে জয় পেলেও সহজেই জিতেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে ওসাসুনাকে ৩-২ গোলে হারিয়েছে দিয়াগো সিমিওনের দল। ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সার ভা-ারে জমা ৭২ পয়েন্ট। ৬৫ পয়েন্ট নিয়ে তিনে এ্যাটলেটিকো। বড় তারকাদের অনুপস্থিতিতে রিয়ালকে জয় পেতে ঘাম ঝরাতে হয়। বলা যায়, হোঁচট খেতে গিয়েও বেঁচে গেছে তারা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পোর্টিং গিজন। মিকেল ভেসগার পাসে বল জালে পাঠিয়ে দেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ডুয়ে কপ (১-০)। অবশ্য এ ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৭ মিনিটে অনেকটা একক নৈপুণ্যে ম্যাচে সমতায় ফেরে রিয়াল মিডফিল্ডার ইস্কোর গোলে (১-১)। বিরতির পর ৫০ মিনিটে গিজন আবারও এগিয়ে যায় স্প্যানিশ ফরোয়ার্ড ভেসগার গোলে। এর নয় মিনিট পর ডানিলোর দারুণ ক্রসে আলভারো মোরাতার হেডে গোল করে দ্বিতীয়বার সমতায় ফেরে রিয়াল। এই ব্যবধানে ম্যাচ যখন শেষ হতে চলছিল, ঠিক তখন গোল করে রিয়ালকে পয়েন্ট খোয়ানোর হাত থেকে রক্ষা করেন ইস্কো। ম্যাচের শেষ মিনিটে আরেকটি গোল করে রিয়ালকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দেন। ম্যাচ শেষে ইস্কো বলেন, এটাই রিয়াল মাদ্রিদের স্পিরিট। এই দলের জার্সিও এটাই মূল প্রতিপাদ্য। আমরা আগেও এই ধরনের পারফর্মেন্স অনেক দেখিয়েছি এবং সেটা আবারও প্রমাণ করলাম। রেফারি শেষ মিনিটের বাঁশি বাজানোর আগে আমাদের লড়াই শেষ হয় না। অথচ নিয়মিত খেলার সুযোগ হয় না ইস্কোর। যে কারণে চলতি মৌসুম শেষে বার্সিলোনায় যোগ দিতে পারেন বলে গুঞ্জন চলছে। রিয়ালের সঙ্গে তার ছয় বছরের নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়েও চলছে আলোচনা। এ প্রসঙ্গে ইস্কো বলেন, আমি সবসময় পরিষ্কার করেছি যে, আমি এখানেই অনেক বছর থাকতে চাই। জানি না, আমার আরও বেশি খেলতে চাওয়ার বিষয়টি কেন মানুষকে বিস্মিত করে। আমি অনেক বছর মাদ্রিদে থাকতে চাই। ক্লাব এবং আমি এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি। চ্যাম্পিয়ন্স লীগে জুভেন্টাসের বিরুদ্ধে ফিরতি লেগে এবং রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ‘এল ক্লাসিকো’র ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস বাড়ানো জয় পেয়েছে বার্সা। সোসিয়েদাদের বিরুদ্ধে ম্যাচে মেসি প্রথম গোলটি করেন অসাধারণ দক্ষতায়। ১৭ মিনিটে সতীর্থ লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে গোল করে দলকে উল্লাসে মাতিয়ে তোলেন। দলের ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন এই আর্জেন্টাইন তারকা। ৩৭ মিনিটে সুয়ারেজের শট সোসিয়েদাদ গোলকিপার ফিরিয়ে দেন। সামনে পেয়ে ফিরতি শটে মেসি বলটি জালে জড়ান। এবারের মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ৪৪ ম্যাচে এটা মেসির ৪৫তম গোল। আর দু’টি গোল করতে পারলেই বার্সার হয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন অধিনায়ক। ৪২ মিনিটে সোসিয়েদাদ একটি গোল করে ব্যবধান কমায়। ইনিগো মার্টিনেজের শট বার্সা গোলকিপার টের স্টেগানকে পরাভূত করে ডিফেন্ডার স্যামুয়েল উমটিটির মাথায় লেগে জালে জড়ায়। দুই মিনিট পর অবশ্য ব্যবধান বাড়ায় বার্সিলোনা। এবার মেসির পাস থেকে গোল করেন আলকাসের (৩-১)। ৭২ মিনিটে বার্সা আরেকটি গোল খেয়ে বসে। সোসিয়েদাদের পক্ষে গোলটি করেন জাবি প্রিয়েটো। তবে বাকি সময়ে দুর্গ আগলে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের দল।
×