ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এআইইউবিতে বাংলা নববর্ষ উদ্যাপন

প্রকাশিত: ০৬:১৫, ১৭ এপ্রিল ২০১৭

এআইইউবিতে বাংলা নববর্ষ উদ্যাপন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এ.আই.ইউ.বি)-এর উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৪ উদ্যাপন উপলক্ষে গত ১৪ এপ্রিল বনানী ক্লাব মাঠে দিনব্যাপী ‘এ.আই.ইউ.বি বৈশাখী উল্লাস-১৪২৪’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়। এ.আই.ইউ.বি’র বৈশাখী উল্লাস-১৪২৪-এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ড. কারমেন জেড ল্যামাগনা এবং প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট (ছাত্র-ছাত্রী বিষয়ক) নাদিয়া আনোয়ার। এ সময় মেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্থানীয় দেশী-বিদেশী গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাউলসঙ্গীত, ব্যান্ডসঙ্গীত, নাগরদোলা ও ফোক ফিউশনসহ বিভিন্ন সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ব্যান্ড দল এলআরবি, সোল্স, দলছুট, মিনারের সঙ্গীত পরিবেশনায় এবং এ.আই.ইউ.বি পারফরমিং আর্টস ক্লাব‘র দৃষ্টিনন্দন নৈপুণ্য উপস্থিত দর্শক শ্রোতা সকলকে দিনভর মাতিয়ে রাখে। -বিজ্ঞপ্তি সকালের ভোজ ফ্রান্সের এক কুমির পার্কে আস্ত মুরগি দিয়ে সকালের ভোজ পর্ব সারছে একটি কুমির। এই দৃশ্য দেখার জন্য অনেক পর্যটক এখানে হাজির হয়। ছবিটি সোমবার তোলা। - এএফপি স্বাধীনতার সুখ ইরাকের মসুল শহরটি সম্প্রতি আইএসমুক্ত হয়। দেশটির সরকারী বাহিনীর হাতে পরাস্ত হয়ে মসুল ছাড়ে আইএস। আইএসমুক্ত হওয়ার পর শনিবার একদল শিশুকে গাধার পিঠে চড়ে ঘুরতে দেখা যায়। -এএফপি।
×