ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রানার জামিন স্থগিত

প্রকাশিত: ০৬:১৪, ১৭ এপ্রিল ২০১৭

রানার জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের এক আবেদনে রবিবার আপীল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবকাশকালীন বেঞ্চ তিনদিনের জন্য এ স্থগিতাদেশ দেন। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। বিষয়টি নিশ্চিত করে ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘চেম্বার আদালত সংসদ সদস্য রানার জামিন তিনদিনের জন্য স্থগিত করেছেন। তবে ১৮ এপ্রিল মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর ফের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৩ এপ্রিল এমপি রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে রানাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে নাÑ তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়। প্রসঙ্গত আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়।
×