ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদবিরোধী অভিযান প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে কিছু নেতা ॥ শহিদুল হক

প্রকাশিত: ০৬:১৪, ১৭ এপ্রিল ২০১৭

জঙ্গীবাদবিরোধী অভিযান প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে কিছু নেতা ॥ শহিদুল হক

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানিয়েছে, জঙ্গীবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তুলে কিছু রাজনৈতিক নেতার দেয়া বক্তব্য জঙ্গীবাদকে উৎসাহিত করবে। এমন মন্তব্য করে তিনি জানান, জঙ্গীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চালানো অভিযান নিয়ে যদি কোনও প্রশ্ন থাকে তাহলে পুলিশের কাছে এসেই উত্তর জেনে নেন। রবিবার দুপুরে পুলিশ সদর দফতরে সিলেটে জঙ্গীবিরোধী অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি শহীদুল হক জানান, কিছু রাজনৈতিক নেতা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখে পুলিশের জঙ্গীবাদবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ পুলিশের বীর সদস্যেদের জঙ্গীবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার এ জাতীয় অপপ্রয়াস বাংলাদেশ পুলিশ এবং দেশবাসী দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। বুঝে বা না বুঝে দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠনের এ জাতীয় বক্তব্য জঙ্গীবাদকে উৎসাহিত করবে। জঙ্গীবাদ মোকাবিলায় গোটা জাতি ঐক্যবদ্ধ। এ ধরনের জ্ঞানহীন, মনগড়া, অলীক ও অসত্য বক্তব্য পরিহার করার জন্য তাদের প্রতি অনুরোধও জানান। ইস্টার সানডে উদ্যাপিত স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে রবিবার পালিত হয়েছে ইস্টার সানডে। সারাবিশ্বের মতো বাংলাদেশের খ্রীস্টান সম্প্রদায়ও গভীর রাত থেকেই দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদায় উদ্যাপন করে। প্রতিটি চার্চ অপরূপ সাজে সজ্জিত করা হয়। রবিবার সকালে দেশের সকল চার্চেই বিশেষ খ্রিস্টযোগ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ ভার্সিটিতে বাংলা নববর্ষ পালন নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বাংলা নতুন বছরের প্রথম দিন। এনএস সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, বৈশাখী মেলা, বাউল গান, নাচ ও কনসার্ট ইত্যাদি। -বিজ্ঞপ্তি ঠাকুরগাঁওয়ে বিজিবির আন্তঃব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ এপ্রিল ॥ ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিজিবির রংপুর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন সপ্তাহব্যাপী ফায়ারিং প্রতিযোগিতা। রবিবার সকালে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের ফায়ারিং রেঞ্জে নীলফামারী-৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোঃ লিয়াকত আলী। -আইএসপিআর
×