ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএনসিসি জোন-৩ কার্যালয়ের যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:১৪, ১৭ এপ্রিল ২০১৭

ডিএনসিসি জোন-৩ কার্যালয়ের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৩-এর কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক রবিবার কার্যালয়টির উদ্বোধন করেন। এখন থেকে এলাকার সকল কাজকর্ম মহাখালী টাঙ্গাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এই কার্যালয়ে চলবে। উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন এই ভবনটির নির্মাণ খরচ হয়েছে ২০ কোটি টাকা। উত্তর সিটি কর্পোরেশনের ৫টি জোনেই পৃথক কার্যালয় নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেছেন মেয়র আনিসুল হক। ভবনটির নির্মাণ কাজে খুশি হয়ে নির্মাতা প্রতিষ্ঠান জনি এন্টারপ্রাইজকে তিনি ধন্যবাদ জানান। নয়তলাবিশিষ্ট এই আধুনিক ভবনে মোট অফিস স্পেস ৩২ হাজার বর্গফুট। এখানে পর্যাপ্ত গাড়ি পার্কিং, নারী-পুরুষের জন্য পৃথক নামাজের ব্যবস্থা ও পৃথক টয়লেটসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরের মেয়র আনিসুল হক বলেন, প্রতিটি জোনে একটি করে কার্যালয় নির্মাণ করা হবে। এতে সংশ্লিষ্ট জোনের জনগণ কাছাকাছি অফিস হওয়ায় সহজে কাজ সম্পন্ন করতে পারবেন। মিরপুরে জোন-৫-এর অপর একটি কার্যালয়ের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। এক্ষেত্রে ওই ভবনটিও মহাখালীর এই ভবনটির আদলে করার আহ্বান জানিয়েছেন। সেক্ষেত্রে প্রয়োজনে এটির নির্মাতা প্রতিষ্ঠান জনি এন্টারপ্রাইজের পরামর্শ নিতে পারে। ইস্টার্ন ভার্সিটিতে বর্ষবরণ বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর ধানম-ির ইস্টার্ন ইউনিভার্সিটি বরণ করলো বাংলা নতুন বছর ১৪২৪। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবহমানকালের মেলা, শোভাযাত্রা, প্রদর্শনী, আল্পনা অঙ্কন, বাদ্যযন্ত্রের গান, ছবি তোলা, হাতে তৈরি পোস্টার, মেহেদী উৎসব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন। -বিজ্ঞপ্তি
×