ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুজিবনগর দিবসে উত্তেজনা

চট্টগ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের শোডাউনের প্রস্তুতি

প্রকাশিত: ০৬:১৪, ১৭ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের শোডাউনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মারাত্মক বিরোধে জড়িয়ে পড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুই নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিনের সমর্থকদের নিয়ে আজ বিকেল ৩টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সমাবেশের কর্মসূচী দেয়া হয়েছে। সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থকদের মাঝে এ কর্মসূচী পালনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি স্লোগান ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার আশঙ্কাও করা হচ্ছে। তবে নগর আওয়ামী লীগের পক্ষে রবিবার সন্ধ্যায় প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে এ কর্মসূচী যাতে পালিত হয় সে লক্ষ্যে সকলকে তৎপর থাকতে হবে। উল্লেখ্য, কিছুদিন ধরে এ দুই নেতার মধ্যে চট্টগ্রামের কিছু কর্মকা- নিয়ে তীব্র বাগ্বিত-া চলে আসছে। যা শেষ পর্যন্ত ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা রটনার পর্যায়ে পৌঁছেছে। একজন আরেকজনকে খুনী বলে আখ্যা দিয়েছেন। আরেকজন অন্যজনকে বলেছেন প্রতারক। এছাড়া তাদের অনুসারীরা আরও একধাপ এগিয়ে। এরা যেন আগুনে ঘি ঢালছেন। একজন লাঠি হাতে অপরজনকে ঘায়েল করার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যজন বলেছেন, টুপি মাথায় দিয়ে মিথ্যাচার বন্ধ করার জন্য। দুজনের বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে, যে কোন মুহূর্তে উভয়ের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারী দলীয় এই দুই নেতার এহেন অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত আচার আচরণে এবং বক্তব্যে দলের অভ্যন্তরে সাধারণ নেতাকর্মীদের মাঝে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মহিউদ্দিন অনুসারীরা আ জ ম নাছিরকে ঘায়েল করতে যেমন প্রস্তুত, তেমনি নাছির সমর্থকরা মহিউদ্দিনের ব্যক্তিগত জীবনের ঘটনাসহ নানা দিক নিয়ে কুৎসা রটনায় লিপ্ত। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে মহিউদ্দিন-নাছিরের এসব কর্মকা- ‘টক অব দ্য সিটি’ হয়েছে। দলের একাধিক সূত্র জানিয়েছে, হাইকমান্ড বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছে। কিন্তু এরপরও দুজনের বাগ্বিত-ার বক্তব্য পাল্টা বক্তব্য থামছে না। আজ বিকেল ৩টায় নগর আওয়ামী লীগের ব্যানারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন কর্মসূচীতে উভয় নেতার অনুসারীরা ব্যাপক প্রস্তুতি নেয়ার খবরে পুলিশও অস্বস্তিকর অবস্থায় রয়েছে। তবে সিএমপি সূত্রে জানানো হয়েছে, যে কোন ধরনের সংঘাত এড়াতে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। রাজনৈতিক বিভিন্ন সূত্রে বলা হয়েছে, বর্তমান সরকার দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুসংহত করতে যেখানে তৎপরতা চালাচ্ছে সে ক্ষেত্রে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে দলের দুই শীর্ষ নেতার এহেন কর্মকা- নিজেদেরই ক্ষতি ডেকে আনছে। যা কখনও কাম্য হতে পারে না। দলের অঙ্গ সংগঠনসমূহও দুই নেতার পক্ষে পৃথক পৃথকভাবে অবস্থান নিয়েছে। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে উভয় পক্ষ একে অপরকে ঘায়েল করার জন্য অপ্রীতিকর ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মহিউদ্দিন চৌধুরী নগর আওয়ামী লীগের সভাপতি ও আ জ ম নাছির উদ্দিন সাধারণ সম্পাদক পদে আসীন। নিজেদের মধ্যে অবস্থানগত বিরোধ এখন কর্মিসমর্থক পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নগর আওয়ামী লীগের দুই নেতা বলেছেন, তারা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
×