ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রেন থামিয়ে গোসলে চালক

প্রকাশিত: ০৬:১৩, ১৭ এপ্রিল ২০১৭

ট্রেন থামিয়ে গোসলে চালক

সম্প্রতি চল্লিশ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ভারতের পাটনা থেকে মোগলসরাই যাচ্ছিল একটি যাত্রীবাহী লোকাল ট্রেন। প্রচণ্ড গরমে কাহিল অবস্থা যাত্রীদের। ঘেমে গোসল হয়ে যাওয়ার মতো অবস্থা সবার। আচমকা থেমে গেল ট্রেনটি। চালকের কামরা থেকে লাফ দিয়ে নেমে গেলেন ড্রাইভার এম কে সিং। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগে ছুটলেন গোসল করার জন্য। তবে সবচেয়ে কাছের পুকুরটাও যে অনেক দূরে! যাত্রীরা ভাবলেন, বোধ হয় সিগন্যালিংয়ে কোন সমস্যার জন্য মাঝপথে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে। কিন্তু একসময় তারা দেখতে পান, সিগন্যাল গ্রীন হয়ে রয়েছে, তবু ট্রেন নড়ছে না। শেষ পর্যন্ত দু’একজন করে ট্রেন থেকে নামলেন। ড্রাইভারের খোঁজে গিয়ে তাকে সিটে দেখতে না পেয়ে খেপে উঠলেন তারা। খবর যায় স্থানীয় রেলের উর্ধতন কর্তৃপক্ষের কাছে। তারাও বারবার মাইকে ঘোষণা করেন চালককে অবিলম্বে ফিরে আসার জন্য। কিন্তু কোথাও চালকের খোঁজ মেলে না। পরে জানা যায়, ট্রেনটির চালক এম কে সিং গরমের চোটে কাহিল হয়ে পড়েছিলেন। পারদ ৪০-এর ঘর ছুঁতেই তিনি স্নান করতে ছুটেছিলেন। পেছনে যে যাত্রীবোঝাই আস্ত একটি লোকাল ট্রেন মাঝপথে দাঁড়িয়ে রয়েছে ভুলেই গিয়েছিলেন বোধ হয়! শেষ পর্যন্ত দুপুর ১টা ২০ মিনিটে ফেরেন ওই চালক, তারপর ফের চলতে শুরু করে ট্রেন। তবে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে জানান রেলওয়ের একজন মুখপাত্র। -টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।
×