ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ এক সময় নিজেদের পোস্টেই গোল করবে ॥ খসরু

প্রকাশিত: ০৬:১২, ১৭ এপ্রিল ২০১৭

আওয়ামী লীগ এক সময় নিজেদের পোস্টেই গোল করবে ॥ খসরু

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ খেলতে খেলতে একসময় নিজেরাই নিজেদের পোস্টে গোল করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজের ৫ বছর পূর্তিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হেফাজত ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রীর সমঝোতা করেছেন মন্তব্য করে আমীর খসরু বলেন, খেলতে খেলতে ক্লান্ত হয়ে খেলোয়াড়রা ফাউল করে। একইভাবে আওয়ামী লীগও খেলতে খেলতে একসময় নিজেদের পোস্টে নিজেরাই গোল করবে। যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মানদ-ে হয়নি দাবি করে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গুম ও খুনের বিচারসহ সকল বিচার আন্তর্জাতিক মানদ-ে করা হবে। বিশ্বের খ্যাতিমান বিচারকরা এখানে থাকবেন। এ সরকারের আমলে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে বলে তিনি অভিযোগ করে বলেন, এ গুমের বিচার একদিন হবেই। আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সবকিছু স্বচ্ছতার সঙ্গে করা হবে। কোন কাজ টেবিলের নিচে হবে না। দেশের স্বার্থেই স্বচ্ছতার সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে চুক্তি করা হবে। ‘কিছু চাইতে নয়, বন্ধুত্বের জন্য ভারত সফরে গিয়েছি ‘প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বন্ধুত্বও পাননি, পেয়েছেন আতিথেয়তা। আর আতিথেয়তা পেয়ে তিনি দেশকে বিক্রি করে এসেছেন। সুইডেনের রেডিওতে বাংলাদেশের র‌্যাব বাহিনীর মাধ্যমে বিরোধী নেতাকর্মীদের নির্যাতনের খবর প্রকাশ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সুইডিশ রেডিওতে খবর প্রকাশের পর সে দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত এবং র‌্যাব বাতিলের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টেও নিন্দা প্রস্তাব আনা হয়েছে। তিনি বলেন, কেউ কখনও কোনদিন গুম-খুন করে সামনে এগিয়ে যেতে পারেনি। এখন গুম-খুন প্রতিরোধ শুধু নয় আমাদের গুম-খুনের বিচারের জন্য প্রস্তুতি নিতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে সেটা উন্মাদও বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, এ সরকারের আমলে আমাদের নেতা এম ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ বহু নেতাকর্মীকে গুম করা হয়েছে। আজও তাদের সন্তান ও স্বজনরা অপেক্ষায় রয়েছে। ইলিয়াস আলীসহ তাদের ফেরত দিতে হবে। তা না হলে বর্তমান প্রধান বিচারপতি এস কে সিনহার আমলেই আপনার বিচার হবে। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।
×