ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২০ লাখ পিস ইয়াবা উদ্ধার ॥ সিন্ডিকেট প্রধানসহ গ্রেফতার ৯

প্রকাশিত: ০৬:১১, ১৭ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে ২০ লাখ পিস ইয়াবা উদ্ধার ॥ সিন্ডিকেট প্রধানসহ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ২০ লাখ পিস ইয়াবাসহ এফভি মোহসেন আউলিয়া নামক একটি ট্রলার আটক হয়েছে। রবিবার ভোর ৫টার সময় র‌্যাবের অভিযানে আটক এ ট্রলার থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে র‌্যাব সেভেন দফতরে জানিয়েছেন, শুধু ইয়াবা চালান উদ্ধারই নয়, পাচারকারী থেকে শুরু করে ব্যবসায়ী এমনকি এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত সকলকেই পাকড়াও করতে র‌্যাব সেভেন কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের মনিটরিংয়ে বিশাল এ চালান উদ্ধার সম্ভব হয়েছে। মাদকের পেছনে যারা কাজ করছে তাদের যে কোন সময় আইনের আওতায় আনতে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইয়াবা সিন্ডিকেট প্রধান মোজাহার ও ট্রলার মালিক জলিলসহ এ সিন্ডিকেটটি গত এক বছরে ৭৬ লাখ ইয়াবা পাচারের ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। আটককৃত এসব ইয়াবা আনোয়ারা-গহিরা এলাকার সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য প্রায় শত কোটি টাকা। মিয়ানমার হতে শুক্কুর, লালমিয়া ও মগ প্রকাশ সেঞ্চু ইয়াবার চালান বঙ্গোপসাগরের মৎস্য ধরার কাজে নিয়োজিত ট্রলার ব্যবহার করে পাচার করছে। কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, শাহপরীরদ্বীপ, সেন্টমার্টিন, ছেড়াদ্বীপ ও বার্মার পচাখালি এলাকার মধ্য দিয়ে এসব ইয়াবার চালান আসছে। ছেড়াদ্বীপের পশ্চিম দিক হতে মোবাইল নেটওয়ার্কের আওতার বাহিরে থাকা মোক্তারি এলাকায় আসে। এছাড়াও কাটালিয়া দিয়ে আনোয়ারা-গহিরা পথেও আসছে ইয়াবার চালান। রবিবারের ২০ লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় জড়িতরা হলো মোজাহার সিন্ডিকেটের প্রধান মোজাহার, ট্রলার মালিক জলিল প্রকাশ লবণ জলিল সিন্ডিকেট হলেও মূলত মোজাহারের মাধ্যমেই এসব চালান মিয়ানমার থেকে দেশে ঢুকছে। এ ঘটনায় মকতুল হোসেন, মোঃ নুর, হেলাল, আবদুল খালেক, জানে আলম, লোকনাম এনায়েত উল্লাহকে আটক করে র‌্যাব সদস্যরা।
×