ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

ঘোড়ামারা আজিজসহ ৬ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ৮ মে

প্রকাশিত: ০৬:১০, ১৭ এপ্রিল ২০১৭

ঘোড়ামারা আজিজসহ ৬ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ৮ মে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা ও গাইবান্ধার সাবেক এমপি আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় রাজাকারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৮ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের আব্দুল আজিজ ওরফে হাবলুসহ তিন রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ আমলে নেয়া হবে কি না সে বিষয়ে আদেশের জন্য আগামী ৩০ মে দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশগুলো প্রদান করেছেন। এ সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবিনা ইয়াসমিন মুন্নি ও শেখ মোশফেক কবির প্রমুখ। অন্যদিকে আসামিদের পক্ষে ছিলেন, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম ও এ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। রাজাকার আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয়জনের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক ৮ মে। রাজাকার আজিজ ছাড়া অন্যরা হলেনÑ রাজাকার মোঃ রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), রাজাকার মোঃ আব্দুল লতিফ (৬১), রাজাকার আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), রাজাকার মোঃ নাজমুল হুদা (৬০) ও রাজাকার মোঃ আব্দুর রহিম মিঞা (৬২)। ট্রাইব্যুনালের নির্ধারিত দিনে আজিজসহ আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের তিনজন বিচারপতির উপস্থিতিতে মামলার রায় এবং অপরাধ আমলে নেয়া এবং যুক্তি খ-ন করার বিধান। কিন্তু তাদের মধ্যে একজন বিচারপতি ছুটিতে থাকায় মামলার যুক্তিতর্ক উপস্থাপন পিছিয়ে আগামী ৮ মে দিন নির্ধারণ করেছেন আদালত। এ ৬ রাজাকারের মধ্যে শুধু মোঃ আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়েছে। অন্য ৫ রাজাকার পলাতক রয়েছেন। আদেশের পর প্রসিকিউটর সায়েদুল হক সুমন জনকণ্ঠকে বলেন, রবিবার নির্ধারিত দিনে ছয় আসামির বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একজন বিচারক উপস্থিত না থাকায় আগামী ৮ মে আর্গুমেন্ট শুরু করার পরবর্তী দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। তিনি আরও জানান, এর আগে মামলায় প্রসিকিউশনের আনা রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর জবানবন্দী পেশ করে আদালত। এদের মধ্যে দুইজন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ছাড়া বাকি ১৩ জন সাক্ষী ছিল। তদন্ত কর্মকর্তারা হলেনÑ হেলাল উদ্দিন ও আলতাফ হেসেন। তার আগে আসামি আজিজসহ গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। হবিগঞ্জের তিন রাজাকার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের আবদুল আজিজ ওরফে হাবলুসহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ আমলে নেয়া হবে কি না সে বিষয়ে আদেশের জন্য আগামী ৩০ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৪) ছাড়া এ মামলার অন্য দুই আসামি হলেনÑ মোঃ আব্দুল মতিন (৬৩) এবং মোঃ আব্দুল মান্নান ওরফে মনাই (৬৪)। এদের মধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন। রবিবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। পরে সাবিনা ইয়াসমিন খান মুন্নি জনকণ্ঠকে বলেন, আগে সকালে পলাতক আসামিকে গ্রেফতার-সংক্রান্ত বিষয়ে পুলিশের একটি প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
×