ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

আকাশের আলোকচিত্রে দলিতদের জীবনচিত্র

প্রকাশিত: ০৬:১০, ১৭ এপ্রিল ২০১৭

আকাশের আলোকচিত্রে দলিতদের জীবনচিত্র

স্টাফ রিপোর্টার ॥ প্রতিটি ছবির মাঝে আছে সমাজের চোখে নিচু বলে বিবেচিত মানুষের জীবনের কথা। আলো-ছায়ার খেলায় সেই গল্পে কখনও উঠে এসেছে সন্তানের প্রতি ঝাড়ুদার মায়ের অকৃত্রিম মমত্ব। কখনও বা উদ্ভাসিত হয়েছে ম্যানহোল কিংবা নালা-নর্দমা পরিষ্কার করা সুইপার বা মেথর নামে পরিচিত মানুষগুলোর জীবনের চিত্র। সভ্য নাগরিকের জন্য প্রতিদিন শহরকে পরিচ্ছন্ন রাখা মানুষগুলোর জীবনের হাসি-কান্না হয়েছে ফ্রেমবন্দী। ক্যামেরাবন্দী হয়েছে দলিত মানুষগুলোর যাপিত জীবন। বাংলাদেশের এই অদৃশ্য দলিত জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৫০-৬০ লাখ। তাদের জীবন ও কর্মকে সমাজের সামনে তুলে ধরা হয়েছে আলোকচিত্রের মাধ্যমে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের সুইপার কলোনি, মেথর পট্টিসহ দলিত মানুষদের বিভিন্ন আবাসস্থলে ঘুরে ঘুরে ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী জিএমবি আকাশ। সেই সব ছবি নিয়ে ধানম-ির আঁলিয়স ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে প্রদর্শনী। দলিত শ্রেণীর মানুষের অধিকার আদায়ের সংগ্রামের কথা বলা এ প্রদর্শনীর শিরোনাম ‘দৃশ্যে অদৃশ্য : বাংলাদেশের দলিত জনগোষ্ঠী’। দলির শ্রেণীর স্বীকৃতি জানানোর আহ্বানে প্রদর্শনীর আয়োজন করেছে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ। বর্ণ-গোত্র ও পেশাভিত্তিক বৈষম্য একবিংশ শতাব্দীতে মানবাধিকার লংঘনের অন্যতম বড় একটি উদাহরণ। এই বৈষম্যের শিকার মানুষরা সমাজে অস্পৃশ্য। বাংলাদেশের দলিতরা তাদের পেশাগত বাস্তবতার কারণে বিভিন্ন ধরনের বৈষম্য ও মানবাধিকার লংঘনের শিকার হন। দারিদ্র্য, স্বল্প মজুরি, নিরক্ষরতা, মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়া তাদের জীবনের নৈমিত্তিক বিষয়। যদিও এরা আমাদের আশপাশেই বসবাস করেন তবুও তাদের বিষয়গুলোকে আমরা কমই গুরুত্ব দেই। স্বনামধন্য আলোকচিত্রশিল্পী জিএমবি আকাশ তার কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। তার কাজ বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনায় প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন নামকরা মিউজিয়াম ও গ্যালারিতে প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীটি চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। সোমবার থেকে বৃহ¯পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। হ্যামলেট নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ॥ বিশ্ববরেণ্য নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী নাটক হ্যামলেট। বিশ্ববিখ্যাত প্রযোজনাটির বাংলা নাট্যরূপ দিয়েছেন সৈয়দ শামসুল হক।
×