ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গরমে সহজ মেকআপ

প্রকাশিত: ০৩:৫১, ১৭ এপ্রিল ২০১৭

গরমে সহজ মেকআপ

শত ব্যস্ততার মাঝেও অল্প সময় বের করে নিজেকে করে তুলতে পারেন অপরুপা। প্রথমে ময়শ্চারাইজার লাগান। এরপর স্কিন টোনের সঙ্গে ম্যাচিং পাউডার ফাউন্ডেশন লাগান ব্রাশ দিয়ে। এরপর কম্প্যাক্ট লাগান। নাক ও টি-জোনে পাউডার লাগানো হলে আই পেন্সিল দিয়ে লোয়ার আইলাইন হাইলাইট করুন। ঠোঁটে দিন লিপস্টিক। হযে গেল আপনার চটজলদি সাজ। আর এ মেকআপ ধরে রাখার জন্য রয়েছে সহজ কিছু উপায়। মেকআপ মেন্টেন করার জন্য একটা বিষয় খেয়াল রাখবেন যে বার বার মুখে হাত দেবেন না। এতে মেকআপ স্মাজ হয়ে যায়। একইভাবে বার বার চুলে হাত দেবেন না। এতে চুলের বাউন্সিভাব নষ্ট হয় এবং চুল চিটচিটে হয়ে যায়। যারা দিনের বেশির ভাগ সময় এসির মধ্যে কাটান তাদের ত্বকের উপর খারাপ প্রভাব পরে। বিশেষ করে তৈলাক্ত ত্বক আরও বেশি তেলতেলে হয়ে যায়। এই সমস্যার সমাধানে সবসময় টিস্যু রাখবেন। অফিস ড্রয়ারেও রেখে দিতে পারেন টিস্যু। টিস্যু দিয়েই মাঝে মাঝে আলতো করে মুখ মুছে নিন। আপনার ত্বক যদি শুষ্ক হয় তা হলে এসির মধ্যে বেশিক্ষণ থাকার ফলে ড্রাই হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝেই টোনার দিয়ে স্প্রে করতে পারেন। এতে ত্বক ফ্রেশ ও কোমল থাকবে। দুপুর বেলায় বাইরে কোথাও গেলে অথবা বাইরে থেকে ফিরলে ফেসওয়াশ দিয়ে মুখ ভালভাবে ধুযে নিয়ে ময়েশ্চারাইজার এবং তারপরে অবশ্যই সানস্ক্রিন লোশন লাগিয়ে নেবেন। অফিসের ভেতরে থাকাকালীনও সানস্ক্রিন লাগাতে হবে। কেননা অফিসে কম্পিউটারের সামনে বসে বেশিক্ষণ কাজ করলেও ত্বক টান হয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। ভাল পকেট সাইজ আয়না কিনে নিন। অফিসে এক সেট ফেশওয়াশ, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন লোশন রাখুন। তৈলাক্ত ত্বকের জন্য মেকআপ এই গরমে তৈলাক্ত ত্বক নিয়ে বেশি সমস্যা হয়। ব্রণ ব্লাকহেডস ইত্যাদি নানা ধরনের সমস্যার কারণে এই ধরনের ত্বকে মেকআপ করার সময় সতর্ক থাকতে হয়। অনেক সময় ত্বকের অতিরিক্ত তেল নিঃস্বরণের জন্য মেকআপ নষ্ট হয়ে যায়। মেকআপ করতে যা করতে হবে প্রথমে মেকআপের জন্য ত্বককে তৈরি করুন। ভাল কোন স্ক্রাব অথবা ফেসওয়াশ অথবা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে করে আপনার ত্বকের তেল এবং ময়লা বের হয়ে যাবে। ফলে মেকআপ ভালভাবে মিশে যাবে আপনার ত্বকের সঙ্গে। হালকা কোন ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন দিয়ে কপাল, নাক, মুখ, চোখের চারপাশে ম্যাসেজ করুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন যাতে লোশন বা ক্রিম ত্বকের সঙ্গে মিশে যায় অব্যশই খেয়াল রাখতে হবে ময়েশ্চারাইজার যেন ওয়েল ফ্রি এবং ওয়াটার বেইস হয়। এরপর আপনার ত্বক অনুযায়ী ফাউন্ডেশন লাগিয়ে নিন। ফাউন্ডেশন নির্বাচন করতে হবে নিজের গায়ের শেড থেকে এক অথবা দুই শেড হালকা। যেহেতু তৈলাক্ত ত্বক অন্য ত্বক থেকে আলাদা তাই খেয়াল রাখতে হবে ফাউন্ডেশন যেন অবশ্যই অয়েল ফ্রি হয়। ফাউন্ডেশন লাগানোর সময় ব্রাশ ব্যবহার না করে হাত দিয়েই ওটাকে ভাল করে ব্লেন্ড করার চেষ্টা করুন। ত্বকে লাগানোর আগে একটু পানি বা ময়েশ্চারাইজার মেশান। মুখের দাগ, চোখের নিচের কালো দাগ ঢেঁকে দিতে ফাউন্ডেশনের চেয়ে এক শেড হালকা তবে ব্লাক আন্ডার টনের কনসিলার ব্যবহার করুন। আর দাগ যদি ফাউন্ডেশন দিয়ে ঢেঁকে দিতে পারেন তবে কনসিলার ব্যবহার না করলেও চলবে। এবার একটা ব্রাশ দিয়ে আস্তে আস্তে মুখের শেড অনুযায়ী কম্প্যাট পাউডার লাগিয়ে নিন। এতে মুখের তেল কম নিঃসরণ হবে। খেয়ার রাখতে হবে ফাউন্ডেশনের সঙ্গে পাউডারের রং যেন মিলে যায়। রুক্ষ ও ভাজপড়া ত্বকের জন্য মেকআপ সানস্ক্রিন ও এন্টিএজিং উপাদানসমূহ সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ভারি ফাউন্ডেশনে ত্বকের বলি রেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। তাই লিকুইড ও পাউডার ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে ত্বকের অনুজ্জ্বল ভাব ঢাকা পরবে। আর পাউডার ফাউন্ডেশন লাগালে আলাদা করে কম্প্যাপ্ট লাগানোর দরকার পরে না। থ্রি ইন ওয়ান আইশ্যাডো-লিপ কালার-চিক কালার স্টিক নিন। আইশ্যাডো চিকবোনে লাগানোর পর ব্রাশ দিয়ে লিপ কালার হালকা করে লাগান। মেকআপের ক্ষেত্রে কিছু বিষয় সতর্ক থাকতে হবে ভারি ফাউন্ডেশন ব্যবহার করা যাবে না। কারণ তা ত্বকে মিশানো কঠিন। আবার ফেঁটে গেলে ভারি বিব্রতকর একটা আবস্থার সৃষ্টি হয়। এমন কি মুখের রঙ সারা শরীরের রঙের চেয়ে আলাদা মনে হতে পারে। খুব বেশি ফাউন্ডেশন দিলেও এই সমস্যা হতে পারে। ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার করুন। মেকআপ ওয়াটারপ্রুফ না হলে তা গলে গিয়ে ছোপ ছোপ দেখা যেতে পারে। গরমে অনেক সময়ব্যাপী বাইরে থাকার প্রয়োজন হলে গাঢ় মেকআপ না করাই ভাল। গাঢ় রঙের আইশ্যাডো, ব্রঞ্জার রোদে গলে বা ছড়িয়ে যেতে পারে। মেকআপ যদি এলোমেলো বা ছোপ ছোপ হয়েই যায় তাহলে হাতের উল্টো পিঠে অল্প করে কোন হালকা ময়েশ্চারাইজার লোশন নিয়ে অন্য হাতের অনামিকায় এ লোশন লাগিয়ে আলতো করে ওই ছোপ ছোপ জায়গাটাকে ব্লেন্ড করে নিন। চোখের সাজ চোখের উপরের পুরো জায়গায় আই প্রাইমার দিন। এরপর আইশ্যাডো দিতে হবে। ড্রেসের সঙ্গে মিলিয়ে দুই বা তিন সেডের আইশ্যাডো দিতে পারেন। বাড়তি সৌন্দর্য যোগ করতে ব্যবহার করতে পারেন বাদামি আইশ্যাডো। চোখ দুটিকে চট জলদি বড় আর মায়াবী করে তুলতে কৃত্রিম পাপরিজুড়ে দিতে পারেন। পরে আইলাইনার চোখের ওপরে ও নিচে দিতে হবে। খেয়াল রাখতে হবে তা যেন ওয়াটারপ্রুফ হয়। গরমে মাশকারা ব্যবহার না করাই ভাল। যদি করতে চান তবে ওয়াটারপ্রুফ মাশকারা ব্যবহার করুন। ঠোঁটের সাজ গরমে হালকা সাজের ক্ষেত্রে হালকা রঙয়ের ম্যাট লিপস্টিকই ভাল। ভারি সাজের জন্য ড্রেসের সঙ্গে মিলিয়ে পছন্দসই লিপস্টিক লাগান। লাগানোর আগে লিপলাইনার দিয়ে আপনার ঠোঁটকে সেফ দিয়ে নিন। গরমে লিপ-গ্লোস না লাগানোই ভাল। লাগালেও খুব ন্যাচারাল লিপকালারের সঙ্গে লাগাবেন।
×