ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রগতি সরণিতে সিঙ্গার প্লাস শপের উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫১, ১৭ এপ্রিল ২০১৭

প্রগতি সরণিতে সিঙ্গার প্লাস শপের উদ্বোধন

বাড্ডার প্রগতি সরণিতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সিঙ্গার প্লাস শপের যাত্রা শুরু হলো। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম এইচ এম ফাইরোজ সম্প্রতি এ শপটি উদ্বোধন করেন। বাড্ডায় নতুন এই সিঙ্গার প্লাস শপ চালু হওয়ার ফলে এলাকাবাসী এখন থেকে সিঙ্গারসহ স্যামসাং, বেকো, স্কাইওয়ার্থ, পৃথী, ডেলের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের অত্যাধুনিক পণ্যসামগ্রী থেকে নিজের পছন্দেরটি বেছে নিতে পারবেন। আন্তর্জাতিক মার্চেন্ডাইজিং মানদ- অনুযায়ী সজ্জিত এই শপে ক্রেতাগণ স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এবং আনন্দময় অভিজ্ঞতায় পছন্দমাফিক কেনাকাটার সুযোগ পাবেন। -অর্থনৈতিক রিপোর্টার চার দিনে ফাইন ফুডসের দর বেড়েছে ১৩ শতাংশ গত ৪ কার্যদিবসে ফাইন ফুডসের শেয়ার দর বেড়েছে ১৩ শতাংশ। কারণ ছাড়াই এ দর বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। রবিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত ৯ এপ্রিল কোম্পানির শেয়ার দর ছিল ২৫.২ টাকা। যা ৪ কার্যদিবসের ব্যবধানে ১৩ এপ্রিল লেনদেন শেষে ২৮.৫ টাকায় দাঁড়িয়েছে। এ হিসাবে দর বেড়েছে ৩.৩ টাকা বা ১৩.১০ শতাংশ। কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এ ক্ষেত্রে ফাইন ফুডস কর্তৃপক্ষ জানিয়েছেন, শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। -অর্থনৈতিক রিপোর্টার
×