ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানসম্মত ব্যাংকিংয়ে গুরুত্ব দিচ্ছে প্রাইম ব্যাংক

প্রকাশিত: ০৩:৫০, ১৭ এপ্রিল ২০১৭

মানসম্মত ব্যাংকিংয়ে গুরুত্ব দিচ্ছে প্রাইম ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ মুনাফার পেছনে না ছুটে বরং মানসম্মত ব্যাংকিংয়ে প্রাধান্য দিয়েছে বেসরকারী খাতের প্রাইম ব্যাংক লিমিটেড। আর এ পরিচিতিকে কাজে লাগিয়ে আগামীতে রিটেইল, এসএমই, লাইট ইঞ্জিনিয়ারিং ও কৃষির মতো বিকাশমান খাতগুলোতে বিশেষভাবে গুরুত্ব প্রদান করবে বলে জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। রবিবার রাজধানীর দিলকুশায় অবস্থিত পূর্বানী হোটেলে প্রাইম ব্যাংক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। দ্বিতীয় প্রজন্মের ব্যাংকটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে। ব্যাংকের বিগত সময়ের অর্জন এবং ভবিষ্যতের কর্মপন্থা তুলে ধরেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। আহমেদ কামাল খান বলেন, ‘প্রাইম ব্যাংক কখনও মুনাফার পেছনে ছোটেনি। বরং কোয়ালিটি ব্যাংকিংকে প্রাধান্য দিয়েছে যা আমাদের বিগত বছরগুলোর ক্রেডিট রেটিং রিপোর্ট থেকে বোঝা যায়। আমরা স্বচ্ছ ব্যালেন্সশিট তৈরির জন্য কয়েক বছর ধরে বিভিন্ন এ্যাওয়ার্ডও পেয়েছি। এ পরিচিতিকে আমরা কাজে লাগিয়ে আগামীতে রিটেইল, এসএমই, লাইট ইঞ্জিনিয়ারিং ও কৃষির মতো বিকাশমান খাতগুলোতে আরও বেশি করে কাজ করতে আমাদের শাখাগুলোকে প্রস্তুত করা হয়েছে। ব্যবসায়ে সেন্ট্রালাইজেশনের কারণে শাখাগুলো এসব জায়গায় ফোকাস দিতে পারছে। কৃষিতে ব্যাংকটি বরাবরই বেশি ঋণ দিয়ে আসছে এবং ভবিষ্যতেও দেবে উল্লেখ করে তিনি বলেন, গ্রামে আমরা কৃষিতে যেসব ঋণ বিতরণ করেছি সেগুলোতে খেলাপির হার ১ শতাংশেরও কম। তাই এখানে ২০১৫-১৬ অর্থবছরে কৃষি খাতে ২৫০ কোটি টাকা টার্গেটের বিপরীতে আমরা ৩৬৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছি। চলতি অর্থবছরে ২৪০ কোটি টাকার বিপরীতে ৯ মাসে আমরা ১৮১ কোটি টাকার বেশি বিতরণ করেছি। আমরা আবাদ, খামার ও নবান্ন নামে তিনটি কৃষি ঋণ প্রোডাক্ট মাধ্যমে ঋণগুলো দিচ্ছি। বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির কোন টাকা ব্যাংক ফেরত আনতে পেরেছে কি না, জানতে চাইলে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী বলেন, বিসমিল্লাহ গ্রুপের যেসব ব্যাংকের সঙ্গে লেনদেন ছিল সেগুলোর মধ্যে তাদের সম্পত্তির পুরোটাই জামানত হিসেবে ছিল শুধু প্রাইম ব্যাংকের কাছে। আইনি প্রক্রিয়া শেষ পর্যায়ে, তবে আমরা ডিক্রি পেয়ে গেছি। প্রক্রিয়া শেষে জামানত বিক্রি করে আমরা ভাল একটি এ্যামাউন্ট এ বছরের শেষ নাগাদ পেয়ে যাব আশা করছি। তাই আমরা বিসমিল্লাহ নিয়ে খুব একটা চিন্তিত নয় বলে জানান তিনি।
×