ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিলারদের মাধ্যমে সব ধরনের সার বিতরণের দাবি বিএফএ’র

প্রকাশিত: ০৩:৫০, ১৭ এপ্রিল ২০১৭

ডিলারদের মাধ্যমে সব ধরনের সার বিতরণের দাবি বিএফএ’র

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারদের মাধ্যমে ইউরিয়াসহ সব ধরনের সার বিতরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতারা। গত শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সংগঠনের ২৩তম বার্ষিক সাধারণ সভায় বিএফএর নেতারা বলেছেন, ‘বিএফএর সদস্যভুক্ত প্রত্যেক ডিলার ২ লাখ টাকা জামানত দিয়ে ১৯৯৫ সাল থেকে চাষী পর্যায়ে সুষ্ঠুভাবে সার সরবরাহের দায়িত্ব পালন করছে। সার ব্যবস্থাপনায় তাদের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএডিসিসহ সরকারীভাবে আমদানি করা নন-ইউরিয়া সারও কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা সম্ভব।’ বিএফএর নেতারা জানান, বর্তমানে বিসিআইসি নিযুক্ত ৫ হাজার ৩০০ ডিলার ও ৪৫ হাজার খুচরা বিক্রেতা দেশব্যাপী সারের সুষ্ঠু সরবরাহ ও বিতরণের দায়িত্ব পালন করছে। এর ফলে দেশে বিভিন্ন ফসলের বাম্পার ফলন হচ্ছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সার ডিলারদের ব্যবসাকে একটি পবিত্র ব্যবসা হিসেবে উল্লেখ করে বলেন, এ ব্যবসার সঙ্গে মানবসেবার বিষয়টি জড়িত। দেশের ১৬ কোটি মানুষের খাদ্য সংস্থানে সারের ডিলাররা পবিত্র দায়িত্ব পালন করছেন। শিল্পমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আমদানির পরিবর্তে নিজস্ব উৎপাদন থেকে সারের যোগান বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। ৪ হাজার ৮৪৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মিত শাহজালাল সার কারখানা থেকে বছরে ৫ লাখ মেট্রিক টনেরও বেশি সার উৎপাদন হচ্ছে। পাশাপাশি নরসিংদীর পলাশে বিদ্যমান পুরাতন দুটি ইউরিয়া সার কারখানা ভেঙ্গে এর স্থলে একই পরিমাণ গ্যাস ব্যবহার করে দ্বিগুণ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি অত্যাধুনিক জ্বালানিসাশ্রয়ী ইউরিয়া সার কারখানা নির্মাণ করা হবে। ভবিষ্যতে নিবরচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় ১৩টি নতুন বাফার গোডাউনও নির্মাণ করা হচ্ছে। বিএফএর চেয়ারম্যান ও সংসদ সদস্য কামরুল আশরাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, বিএফএর সহসভাপতি মোমেন সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিএফএ’র নেতারা জানান, মিল গেট ও বাফার গুদামে ইউরিয়া সারের একই মূল্য নির্ধারণ এবং ইউনিয়ন পর্যায়ে শূন্য কোটা ছাড়া অংশ বিশেষের জন্য নতুন ডিলার নিয়োগ বন্ধের সিদ্ধান্ত বহাল রাখায় সরকারের প্রশংসা করেন। তারা এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী মোটা ও চিকন দানার ইউরিয়া সার সরবরাহ এবং বর্তমানে চাষী পর্যায়ে সারের চাহিদা কম থাকায় মার্চ থেকে জুন, ২০১৭ পর্যন্ত সার উত্তোলন ঐচ্ছিক করার দাবি জানান।
×