ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ

প্রকাশিত: ০৩:৪৮, ১৭ এপ্রিল ২০১৭

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ

জাতীয় দিবস ‘সূর্যের দিন’ উদ্যাপনের একদিন পর পূর্ব উপকূল থেকে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একটি চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। শনিবার উত্তর কোরিয়া রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী পালন করে। দিনটিকে ‘সূর্যের দিন’ বলে অভিহিত করে রাষ্ট্রটি। প্রায় বছরই এ দিবসটি উপলক্ষে নতুন কোন অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ অথবা উৎক্ষেপণ ঘটায় উত্তর কোরিয়া। সেই ধারা অনুযায়ী রবিবার একটি ‘ব্যালিস্টিক’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল দেশটি। কিন্তু সেটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। ‘সূর্যের দিন’ উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক প্যারেডের মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করে দেশটি। এ প্যারেডে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো দেখতে এবং সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন একটি অস্ত্র প্রদর্শন করে কমিউনিস্ট রাষ্ট্রটি। রবিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে শনাক্ত করা যায়নি এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করেছে, কিন্তু তা ব্যর্থ হয়েছে। তারা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ড উত্তর কোরিয়ার উৎক্ষেপণের পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে নিশ্চিত করে। তারা জানায়, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করেছিল বলে তারা বিশ্বাস করে এবং তারা সেটি শনাক্ত করে অনুসরণও করেছিল। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কমান্ডার ডেভ বেনহ্যাম বলেছেন, ওই ক্ষেপণাস্ত্রটি প্রায় তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয়, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটি এ পর্যন্ত পাঁচটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ এবং ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা চালিয়েছে।
×