ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংঘর্ষ ॥ গ্রেফতার ২১

ট্রাম্পের ট্যাক্স রিটার্ন প্রকাশের দাবিতে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৮, ১৭ এপ্রিল ২০১৭

ট্রাম্পের ট্যাক্স রিটার্ন প্রকাশের দাবিতে ব্যাপক বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করবিষয়ক কাগজপত্র প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রে ১৫০টিরও অধিক স্থানে বিক্ষোভ হয়েছে। তারা ট্রাম্পের করসম্পর্কিত কাগজপত্র বিস্তারিতভাবে প্রকাশের দাবি জানিয়েছে। নির্বাচনী প্রচারাভিযানের সময় থেকেই ট্রাম্প বলে আসছিলেন তিনি আয়কর রিটার্ন জনসমক্ষে প্রকাশ করবেন না। বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ থেকে অন্তত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। আয়কর বিবরণী প্রকাশ করবেন না বললেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার ২০০৫ সালের রিটার্নের আংশিক কাগজপত্র কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল। তার সমালোচকরা বলছেন, তিনি কার সঙ্গে লেনদেন করেছেন, এ বিষয়ে স্বার্থের কোন দ্বন্দ্ব আছে কি-না তা পরিষ্কার হওয়া দরকার। বার্কলে ও ক্যালিফোর্নিয়া থেকে পুলিশ ২১ বিক্ষোভকারীকে আটক করেছে। মার্কিন প্রেসিডেন্টরা আয়কর বিবরণী প্রকাশ করবেন কি-না সে বিষয়ে আইনে কোন বাধ্যবাধকতা নেই। তবে গত মাসে ২০০৫ সালের রিটার্নের আংশিক প্রকাশের পর রিটার্নের পুরোটা প্রকাশের জন্য তিনি এখন জনগণের পক্ষ থেকে প্রবল চাপের মুখে রয়েছেন। ক্যালিফোর্নিয়া পার্কে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশে মারামারির ঘটনা ঘটেছে। দু’পক্ষকে পরস্পরের কাছ থেকে আলাদা রাখতে পুলিশ দুই সমাবেশের মাঝে ব্যারিকেড স্থাপন করে অবস্থান নেয়। কিন্তু পুলিশ ব্যারিকেডের উপর দিয়ে বোতল ও ক্যান ছোড়াছুড়ি করে দু’পক্ষ মারামারিতে লিপ্ত হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ স্প্রে ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কর্তৃপক্ষ কোন হতাহতের কথা প্রকাশ না করলেও সাংবাদিকরা রক্তাক্ত মুখ ও জখম হওয়া বেশ কয়েকজনকে দেখেছেন। পুলিশকে উদ্ধৃত করে গণমাধ্যমের প্রতিবেদনে অন্তত ১১ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিও দেখে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে। ট্রাম্পের সমর্থকরা প্যাট্রিয়ট ডে উপলক্ষে ক্যালিফোর্নিয়া পার্কে উন্মুক্ত বক্তৃতা ও পিকনিকের আয়োজন করেছিল। এ সময় ট্রাম্পবিরোধীরা তাদের পাশেই পাল্টা একটি সমাবেশের আয়োজন করে। এ থেকেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে সমাবেশ দুটিতে প্রায় এক হাজার মানুষ সমবেত হয়। ট্রাম্পবিরোধীদের অনেকে কালো পোশাক ও মুখোশ পরে আসে। অপরদিকে ট্রাম্পের সমর্থকদের সঙ্গে স্বঘোষিত দেশপ্রেমিক, বাকস্বাধীনতাপন্থী ও অন্য গোষ্ঠীগুলোও জড়ো হয়। এদিকে ওয়াশিংটনের সমাবেশে অংশগ্রহণকারী চাক ওয়াশ বলেন, ‘আমি মনে করি ট্রাম্পের বিনিয়োগ, অনুদান ও অন্যান্য ব্যয়সম্পর্কিত তথ্য পাওয়া আমাদের জন্য জরুরী।’ সমাবেশে অংশগ্রহণকারী জেনিফার টব বলছেন, ‘প্রেসিডেন্টের উপদেষ্টা কেলিয়ান ক্যানয়ের একটি কথা তাকে সমাবেশে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে। জনগণ বিষয়টিকে গুরুত্ব দেয় না, এমন কারণ দেখিয়ে ক্যানয় বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনও তার ট্যাক্স রিটার্ন প্রকাশ করবেন না।’ টব বলেন, বিষয়টি তাকে ক্ষুব্ধ করেছে। তিনি এর আগে জানুয়ারিতে বিষয়টি নিয়ে টুইট করে লিখেছিলেন, ‘জনগণ বিষয়টিকে গুরুত্ব দেয়।’
×