ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চারদিনের সফরে আসছেন ডেভিড ক্যামেরন

প্রকাশিত: ০৮:১০, ১৬ এপ্রিল ২০১৭

চারদিনের সফরে আসছেন ডেভিড ক্যামেরন

কূটনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চারদিনের সফরে ঢাকায় আসছেন। তবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নয়, একটি বেসরকারী সংস্থার আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল ঢাকা পৌঁছানোর কথা রয়েছে ক্যামেরনের। এ সময় তিনি একটি ব্রিটিশ এনজিওর উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। সফরকালে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া একইদিন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও ক্যামেরনের বৈঠক হতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কখনই বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা তার প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে। গত বছরের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পক্ষে রায় যাওয়ার পর পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি ও তার দল যুক্তরাজ্যের ইইউয়ের সঙ্গে যুক্ত থাকার পক্ষে প্রচার চালিয়েছিলেন। পরে ভোটের ফল তার পক্ষে না আসায় তিনি নৈতিক পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে তার স্থলাভিষিক্ত হন টেরেসা মে। এর আগে গত বছর মে মাসে জাপানে জি-৭ আউটরিচ প্রোগ্রামে ডেভিড ক্যামেরনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। ওই বৈঠকে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিটের বিপক্ষে বাংলাদেশের অবস্থানের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশীদের একটি অংশ ব্রেক্সিট সমর্থন করার প্রেক্ষাপটে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। এছাড়া ২০১৪ সালের জুলাই মাসে গার্ল সামিটে অংশগ্রহণের সময় লন্ডনে শেখ হাসিনা-ডেভিড ক্যামেরনের মধ্যে এক বৈঠক হয়।
×