ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মঙ্গল শোভাযাত্রায় পালকি

প্রকাশিত: ০৬:২২, ১৬ এপ্রিল ২০১৭

বগুড়ায় মঙ্গল শোভাযাত্রায় পালকি

সমুদ্র হক ॥ মঙ্গল শোভাযাত্রা। বাঙালীর ঐতিহ্যের নানা জিনিসের প্রদর্শন। বর্ণাঢ্য এমন দীর্ঘ মঙ্গল শোভাযাত্রা বগুড়া আগে কখনও হয়নি। শোভাযাত্রার মধ্যভাগে একটি পালকি। বর-কনেও সেজেছে। কিশোর-কিশোরীরা পালকি নিয়ে এগিয়ে যাচ্ছে সুরের ছন্দে। একটু থেমে সেøাগানের সুরে অঙ্গীকার করছে: বাল্য বিয়ে আর নয়। কেউ বিয়ে দিতে চাইলেও মানবে না। প্রতিবাদ করবে। বালিকা বলছে- দেশের বালিকারা আর বধূ হতে চায় না। কোন বাবা-মা যেন বালিকাদের বিয়ে না দেন। কেউ বিয়ে দিতে চাইলে প্রশাসন যেন এগিয়ে আসে। কোন ছেলে যেন যৌন হয়রানি না করে। এমন ছেলেদের শাস্তি দিতে হবে। এবারের বর্ষবরণে আলাদা আঙ্গিক ছিল। গত বছর জাতিসংঘের ইউনেস্কো বাংলাদেশের বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রাকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি ঘোষণা করে। এই ঘোষণার পর মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা বিশ্বায়নের অংশ হয়েছে এবারই প্রথম। বগুড়ায় মঙ্গল শোভাযাত্রায় পালকি নিয়ে শিশুদের অংশগ্রহণ এবং ডিসপ্লেতে বাল্যবিয়ে প্রতিরোধের দাবি সাধারণের ভাবনার দুয়ার খুলে দেয়। বলাবলি হয় : আগামীর প্রজন্ম কতটা সচেতন তা মঙ্গল শোভাযাত্রায় শিশুরা তুলে ধরেছে। শিশুদের ওই সংলাপগুলো কেউ বলে দেয়নি। নিজেরাই তা তৈরি করে মঙ্গল শোভাযাত্রার দর্শকদের আকর্ষণ করেছে। মঙ্গল শোভাযাত্রা এভাবেই মঙ্গলের ডাক দিচ্ছে।
×