ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বাস ও রিক্সাচালক খুন

প্রকাশিত: ০৬:২০, ১৬ এপ্রিল ২০১৭

গাজীপুরে বাস ও রিক্সাচালক খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পৃথক ঘটনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বাসচালক ও এক রিক্সাচালক নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা-গাজীপুর রুটে গাজীপুর পরিবহন সার্ভিসের বাস চালাত সুজন মিয়া ওরফে সুজন ভা-ারি (২২)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব চান্দনা এলাকার ভা-ারিবাড়ির আলমগীর হোসেনের ছেলে। নিহতের বাবা জানান, প্রতিদিনের মতো বাস চালাতে শনিবার ভোরে বাসা থেকে শিমুলতলী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে বের হয় সুজন। পথে সে রেললাইনের পাশ দিয়ে হেঁটে পূর্ব চান্দনা বিহারীবাড়ি এলাকায় পৌঁছলে ওই এলাকার বিহারীবাড়ির কামালের ছেলে জয়সহ কয়েক যুবক সুজনের পথরোধ করে এবং সুজনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। এদিকে, জয়দেবপুর থানার এসআই এনায়েত হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাতে আব্দুর রহিম (৩২) নামের এক রিক্সাচালকের পেটে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতাবস্থায় দৌড়ে সে তার বাড়িতে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর অবস্থায় শনিবার ভোরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত রহিম পোড়াবাড়ি এলাকার মহর আলীর ছেলে। নওগাঁয় কুয়ায় বস্তাবন্দী লাশ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মান্দায় নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত কুয়া থেকে আব্দুল মালেক (৩৫) নামে একব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশন দলের সহায়তায় উপজেলার কসব ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের মসলেম উদ্দিন আকন্দের ছেলে প্রবাসী মনিরুল ইসলামের বাড়ির ভেতরের পরিত্যক্ত কুয়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মালেক ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে। হত্যাকা-ে জড়িত সন্দেহে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে প্রবাসী মনিরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী সুরমা বিবির সাক্ষীতে এবং মনিরুলের ছোট ভাই আমিরুল ইসলাম নিজেকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে পুলিশ আমিরুল ও একই গ্রামের মেহের আলী আকন্দের ছেলে পিন্টু আকন্দকে গ্রেফতার করে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে একই গ্রামের আমিরুল ইসলাম মোবাইলফোনে ভাগ্নে আব্দুল মালেককে তার বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে আব্দুল মালেক নিখোঁজ ও তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। টঙ্গীতে নদীতে লাশ নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, তুরাগ নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে টঙ্গীর ভাদাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম ওয়াহেদ আলী (৫০)। তিনি স্থানীয় ভাদাম এলাকার সরাফত আলীর ছেলে। টঙ্গী থানা পুলিশ জানায়, সকালে ভাদাম এলাকায় তুরাগ নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ পরে লাশটি উদ্ধার করে। লালমনিরহাটে গাছে জামাইয়ের লাশ নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, শনিবার দুপুরে ফারুক (২৬) নামের এক যুবকের লাশ শ্বশুরবাড়ির পাশে আমগাছ হতে কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। তিন বছর পূর্বে ফারুকের সঙ্গে বিয়ে হয় জেলার কালীগঞ্জ উপজেলার সরিষাবাড়ি গ্রামের আশরাফ আলীর মেয়ে আফরোজার সঙ্গে। বিয়ের পর হতে দুই পরিবারের মধ্যে সম্পর্ক নিয়ে দূরত্ব সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। নয় দিন পূর্বে স্ত্রী অভিমান করে বাবারবাড়িতে চলে আসে। স্ত্রীকে নিতে শুক্রবার ফারুক শ্বশুরবাড়ি আসে। স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জের ধরে ফারুক শ্বশুড়বাড়ির পাশে আম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ফারুকের বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার তুষভা-ার ইউনিয়নের বৈরাতীর হাজীরহাট গ্রামে। তার বাবার নাম আব্দুল কাদের।
×