ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় ব্যাংক ম্যানেজারসহ নিহত ১১

প্রকাশিত: ০৬:১৯, ১৬ এপ্রিল ২০১৭

সড়ক দুর্ঘটনায় ব্যাংক ম্যানেজারসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বাউফলে ব্যাংক ম্যানেজার ও ইউপি সদস্য, ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ, দুই, চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী, বগুড়ায় বাসের হেলপার, রাজশাহীতে রিক্সাচালক, দিনাজপুরে দুই যাত্রী এবং নওগাঁয় সাইকেল আরোহী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ বাউফল ॥ দশমিনায় সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মোঃ হাবিবুর রহমান (৩৫) ও ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন (৬০) মারা গেছেন। শুক্রবার দশমিনা-কালাইয়া সড়কের আমতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ঘটনার দিন বিকেলে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মোঃ হাবিব ও বহরমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেনসহ তিনজন একটি মোটরবাইকযোগে বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে ওই এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে শনিবার সকালে হাবিবুর রহমান ও মোশারফ হোসেন মারা যান। ঈশ্বরদী ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় বিশ্বদ্যিালয়ের ছাত্রীসহ দু’জন নিহত হয়েছে। নিহতরা হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী সুবর্ণা কাকন (২০) এবং হাজারি পাড়ার কৃষক আবুল কাশেম (৫৫)। জানা যায়, শনিবার ভোরে মুলাডুলি ইউনিয়নের কৃষক আবুল কাশেম মুলাডুলি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে শুক্রবার দুপুরে পহেলা বৈশাখের আনন্দ উপভোগ করার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী সুবর্ণা কাকন বাগদত্তা স্বামী আল আমিনের হোন্ডায় চরে পাকশী জোড়া সেতু এলাকায় যাচ্ছিলেন। এ সময় দাশুড়িয়া ট্রাফিক মোড়ের খানাখন্দে দ্রুত গতিসম্পন্ন হোন্ডার নিয়ন্ত্রণ করতে না পারায় সুবর্ণা কাকন ছিটকে পড়ে। হোন্ডা থেকে ছিটকে সড়কে পড়ার সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে আগত একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামের ডলার (২৫) ও জালমাছমারী গ্রামের মোঃ রাজু (২৮)। আহত ব্যক্তি হচ্ছে, একই উপজেলার চরপাকা গ্রামের বাবুল হকের ছেলে সাহিন আলী (১৮)। পুলিশ জানান, উপজেলার ছত্রাজিতপুর এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক রাজু ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আরেক মোটরসাইকেল চালক ডলার ও আরোহী সাহিনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডলারকে মৃত ঘোষণা করেন। বগুড়া ॥ শাজাহানপুর উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কে শুক্রবার রাতে বাস-ট্রাকের সংঘর্ষে জাফর আলী (৩২) নামে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত বাসের হেলপার। পুলিশ জানায়, রড বোঝাই একটি ট্রাক রাত সোয়া ১১টার দিকে উপজেলার নয় মাইল এলাকায় চাকা ফেটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। রাজশাহী ॥ মহানগরীতে সড়ক দুর্ঘটনায় রহমত আলী (৪০) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলীর বাড়ি নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি খড়বোনাতে। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে রহমত রিক্সাচালিয়ে যাচ্ছিলেন। এ সময় কারাগারের সামনে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রহমত রিক্সা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।নওগাঁ ॥ শুক্রবার মহাদেবপুরে ট্রাক চাপায় মিজানুর রহমান (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। উপজেলা সদরের মাছ চত্বরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে। পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁন্দাশ গ্রামের সাইকেল আরোহী মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছলে নজিপুরগামী একটি গুড়া বোঝায় দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সাইকেল আরোহী মারা যান। দিনাজপুর ॥ মির্জাপুরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হানিফ কোচ ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, ঢাকাগামী হানিফ কোচটি বিরামপুর শহর অভিমুখে আসা ব্যাটারি চালিত অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে উপজেলার আয়ড়া মোড় গ্রামের ভ্যানচালক বুটলা বর্মণ (৪৮) নিহত হয়। পরে ভ্যানে থাকা তিন যাত্রীকে আহত অবস্থায় উপজেলা চিকিৎসা কেন্দ্রে নেয়ার পর জেজিন্তা বর্মণ (২৩) নামে এক মহিলার মৃত্যু হয়।
×