ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ

দুর্দশায় ম্যানসিটি, স্বীকার করলেন গার্ডিওলা

প্রকাশিত: ০৬:০২, ১৬ এপ্রিল ২০১৭

দুর্দশায় ম্যানসিটি, স্বীকার করলেন গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। নিজের কোচিং ক্যারিয়ারে আর কোন ক্লাবকে নিয়েই এত বাজে পারফর্মেন্স ছিল না পেপ গার্ডিওলার। বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখের হয়ে যে সাতটি মৌসুমে তিনি কোচ হিসেবে ছিলেন সবগুলোতেই অন্তত সেমিফাইনাল খেলিয়েছেন দলকে। কিন্তু ম্যানসিটি তাদের মতো বড় মাপের দল হয়ে উঠতে পারেনি। সে কারণেই অন্য ক্লাবগুলোকে চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষমতা নেই ম্যানসিটির। এমনটাই অকপটে স্বীকার করে নিলেন এ স্প্যানিশ কোচ। ঈর্ষণীয় ও বিস্ময়কর সব সাফল্য এনে দিয়েছিলেন গার্ডিওলা। যখন স্পেনে ছিলেন বার্সিলোনার সঙ্গে এবং জার্মানিতে বেয়ার্নের সঙ্গে বিশ্বসেরা ক্লাবে পরিণত করেছিলেন দুটোকেই। আর এখন তার নতুন চ্যালেঞ্জ ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানসিটিকে নিয়ে। সেই চ্যালেঞ্জে তেমন সুবিধাজনক অবস্থায় নেই গার্ডিওলা। এবার চ্যাম্পিয়ন্স লীগ থেকে ম্যানসিটি বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। মোনাকোর কাছে হেরে কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাব ম্যানসিটি। ইউরোপের এই শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এখন পর্যন্ত এটাই গার্ডিওলার সবচেয়ে বাজে অভিজ্ঞতা। কারণ এর আগে বার্সা কিংবা বেয়ার্নকে নিয়ে কম করে হলেও সেমিফাইনাল পর্যন্ত গেছেন তিনি গত ৭ মৌসুমে। আগের সাফল্যের জন্য তাকে ‘ব্যতিক্রমী কেউ’ হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে গিয়ে চ্যালেঞ্জটা অনেক বেশিই দেখতে পাচ্ছেন গার্ডিওলা। তিনি বলেন, ‘আমরা অনেক দূরে অবস্থান করছি। গুণাগুণের দিক থেকে নয় বরং পরিস্থিতি অনুসারে কিভাবে খেলছে সেটার ক্ষেত্রে। আমাদের এমনটাই হয়েছিল মোনাকোর বিপক্ষে। আমরা ভুলিনি ডর্টমুন্ডে জেতার পর তারা কতখানি ভাল অবস্থায় ছিল। আমরা দুই ম্যাচে ৬টি গোল করার সামর্থ্য দেখিয়েছিলাম। কিন্তু তারপরও আমরা বাদ। এটা শুধু এ কারণে হয়েছে যে কিভাবে আপনি পরিস্থিতি বোঝেন এবং তা কাটিয়ে ওঠেন। আর এ কারণে বেশি দরকার অভিজ্ঞতার। আশা করছি আমরা সেই অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি এবং এটা আমাদের পরবর্তী মৌসুমে কাজে দেবে।’ গার্ডিওলা মনে করেন এখনও অনেক বেশি কাজ করতে হবে ম্যানসিটিকে নিয়ে। তাদের নিয়ে অন্য ক্লাবগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ তৈরি করতে হলে সেদিকেই মনোযোগী হতে চান গার্ডিওলা।
×