ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএলে কলকাতার সহজ জয়

প্রকাশিত: ০৬:০১, ১৬ এপ্রিল ২০১৭

আইপিএলে কলকাতার সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শনিবার দিনের প্রথম খেলায় সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। রবিন উথাপ্পা (৩৯ বলে ৬৮) ও মানিশ পা-ের (৩৫ বলে ৪৬) দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রানের ফাইটিং স্কোর গড়ে কলকাতা। জবাবে ৬ উইকেটে ১৫৫ রানে থামে হায়দরাবাদ। সমান ২৬ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার ও যুবরাজ সিং। ক্রিস ওকস নেন ২ উইকেট। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতার এটি তৃতীয় জয়। তবে এদিনও একাদশে জায়গা হয়নি সাকিব-আল হাসানের। আর আসরে নিজের শুরুর ম্যাচে বাজে বোলিংয়ের খেসারত দিয়ে হায়দরাবাদ স্কোয়াড থেকে বাদ পড়েন মুস্তাফিজুর রহমান। দুই টাইগার-তারকার অনুপস্থিতিতে শুরুতেই ম্যাচটি নিয়ে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের আগ্রহে ভাটা পড়ে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাটিং পাওয়া নাইটদের শুরুটা অবশ্য ভাল ছিল না। আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে চমক উপহার দেয়া সুনীল নারাইন এদিন ব্যক্তিগত ৬ রানে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার গৌতম গাম্ভীরকে ব্যক্তিগত ১৫ রানে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান অসরের অন্যতম চমক আফগান লেগস্পিনার রশিদ খান। তবে অধিনায়ক ফেরার পরই ওয়ানডাউনে নেমে কলকাতাকে পথ দেখিয়েছেন রবীন উথাপ্পা। ৩৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি এসেছে তার ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন মানিশ পা-ে। ৩৫ বলের ইনিংসে ৩ চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২১ রান নিয়ে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। তাতেই শেষ পর্যন্ত ১৭২’র চ্যালেঞ্জিং স্কোর পায় কলকাতা। হায়দরাবাদের হয়ে পেসার ভুবনেশ্বর কুমার সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ১টি করে শিকার আশীষ নেহরা, বেন কাটিং ও রশিদ খানের।
×