ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মারিয়ার ডাবলসে পিএসজির জয়

প্রকাশিত: ০৬:০১, ১৬ এপ্রিল ২০১৭

মারিয়ার ডাবলসে পিএসজির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এ্যাঞ্জেল ডি মারিয়া। শুক্রবারও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। ফ্রেঞ্চ লীগ ওয়ানে এ্যাঞ্জার্সের বিপক্ষে একাই দুই গোল করেছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই তারকা ফুটবলার। তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই পিএসজি এদিন ২-০ গোলে হারায় তুলনামূলক খর্ব শক্তির দল এ্যাঞ্জার্সকে। এই জয়ের ফলে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে ফ্রেঞ্চ লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলের মাঝারি সারির দল এ্যাঞ্জার্স। নিজেদের মাঠে শুক্রবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের আতিথ্য দেয় তারা। স্বাগতিকদের বিপক্ষে শুরুতে কিছুটা ছন্দহীন দেখা যায় পিএসজিকে। তবে শুরুর হতাশা কাটিয়ে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি উনাই এমেরির শিষ্যরা। প্রথমার্ধের ২৮ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায় সফরকারীরা। দারুণ এক গোল করে সফরকারী সমর্থকদের আনন্দে-উদ্বেলিত করেন পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার। আর ডি মারিয়ার এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতির পরও স্বাগতিকরা দুর্দান্ত খেলতে থাকে। তবে ম্যাচের বয়স যখন ৮৪ মিনিট তখন আবারও লাইম লাইটে ডি মারিয়া। শেষ পর্যন্ত তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। সেইসঙ্গে ২-০ গোলে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে শেষ তিন ম্যাচেই ডি মারিয়ার নামের পাশে সাত গোল। প্রতিপক্ষের জালে নিজেই করেছেন চার গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন বাকি তিনটি গোল। এ্যাঞ্জার্সের বিপক্ষে এই জয়ের ফলে যৌথভাবে মোনাকোর সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও দখল করে নিল পিএসজি। উভয় দলেরই পয়েন্ট এখন সমান ৭৪। তবে গোলব্যবধানে এগিয়ে থাকার কারণে শীর্ষে মোনাকো। যারা পিএসজির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। এ্যাঞ্জার্সের মাঠে খেলাটা যে কোন দলের জন্যই চ্যালেঞ্জিং। তাই এই জয়ের পর দারুণ খুশি পিএসজির কোচ উনাই এমেরি। সেইসঙ্গে শিষ্যদের পারফর্মেন্সেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে উনাই এমেরি তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এই জয়ে আমরা খুবই আনন্দিত। কারণ ম্যাচটা ছিল এ্যাঞ্জার্সের মাঠে। যেখানে খেলাটা সবসময়ই খুব কঠিন।’ এ সময় পিএসজির কোচ জানিয়েছেন যে, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরাটা তাদের পরিকল্পনাতেই ছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘তাদের বিপক্ষে ম্যাচের জন্য আমরা বেশ ভালভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। সকলের মনোযোগ ছিল ম্যাচের দিকে। যেন তিন পয়েন্ট হাতছাড়া না হয় আমাদের। সেজন্য অনুশীলনও করেছি ভালভাবে।’ গত মাসের শুরুতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকে বিদায় নেয় পিএসজি। প্রথম লেগে ৪-০ গোলে এগিয়ে থাকার পরও দ্বিতীয় লেগে ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে ইউরোপ সেরার এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ফরাসী জায়ান্টরা। এরপর থেকেই অবশ্য উড়ছে পিএসজি। শেষ ছয় ম্যাচে টানা জয় তুলে নিয়েছে তারা। সেইসঙ্গে লীগ কাপের শিরোপাও নিজেদের শোকেসে তুলেছে কাভানি-মারিয়ারা। ফ্রেঞ্চ লীগ ওয়ানে শেষ চারবার টানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। তাদের সামনে এবার রেকর্ড পঞ্চম শিরোপা জয়ের হাতছানি।
×