ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কৃতী সংগঠকদের সম্মাননা ও ভারোত্তোলকদের বৃত্তি প্রদান

আগামী ছয় মাসে সীমান্ত পাবেন ৯০ হাজার টাকা

প্রকাশিত: ০৬:০১, ১৬ এপ্রিল ২০১৭

আগামী ছয় মাসে সীমান্ত পাবেন ৯০ হাজার টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের উদ্যোগে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ কনফারেন্স রুমে বাংলা নববর্ষ ১৪২৪ উদ্যাপন, কৃতী সংগঠক সম্মাননা ও ভারোত্তোলকদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী ও বর্ষসেরা ভারোত্তোলক হিসেবে মাবিয়া আক্তার সীমান্তকে বৃত্তি দেয়া হয়। এআরকে গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আগামী ৬ মাসের জন্য সীমাান্তকে প্রতিমাসে ১৫ হাজার টাকা করে দেবেন। এদিকে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি জাতীয় ভারোত্তোলনে স্বর্ণজয়ীদের জন্য এক লাখ টাকা দেবার ঘোষণা করেন। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের যুগ্ম সম্পাদক শাহ্জালাল মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারোত্তোলনে অবদান রাখার জন্য মরণোত্তর স্মারক সম্মননা প্রদান করা হয় ৫ জনকে। এরা হলেনÑ আইয়ুব খান, জে কে আব্বাসী, আনোয়ার উদ্দিন আহমেদ, আবদুল কাদের এবং মোহাম্মদ হুমায়ুন। কৃতী ও প্রবীণ সংগঠকদের মধ্যে মোট ৮ জনকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়। তারা হলেনÑ রুহুল আমিন, মকবুল আহমেদ খান, ইউসুফ খান, আনিসুর রহমান, আবদুল কুদ্দুস, মোঃ শাহ্জালাল, মোঃ মোসলেম এবং মুজাহিদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবুল হোসেন এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন এআরকে গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আতিকুজ্জামান।
×