ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিএ ॥ ইন্টার মিলান ২-২ এসি মিলান

নাটকীয় ড্রয়ে শেষ হলো মিলান ডার্বি

প্রকাশিত: ০৬:০০, ১৬ এপ্রিল ২০১৭

নাটকীয় ড্রয়ে শেষ হলো মিলান ডার্বি

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের নবেম্বরে ২-২ ব্যবধানে ড্র হয়েছিল মিলান ডার্বি। প্রায় পাঁচ মাস পর শনিবার আবারও মুখোমুখি হয় ইতালিয়ান সিরি’ এ লীগের জায়ান্ট দুই দল ইন্টার মিলান এবং এসি মিলান। কিন্তু এদিনও কোন পরিবর্তন হলো না মিলান ডার্বির ফলাফলে। ইন্টার মিলান ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ২-২ ব্যবধানের ড্রয়ে শেষ করে এসি মিলান। ইন্টার কিংবা মিলান, ইতালিয়ান সিরি’ এ লীগে দু’টি দলেরই রয়েছে অসাধারণ সব সাফল্যের ইতিহাস। কিন্তু গত কয়েক বছর ধরে যেন একেবারেই হারিয়ে গেছে ইতালির এই দুই দল। চলতি মৌসুমেও তার ব্যতিক্রম নয়। পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে নেই তাদের কেউই। এমন পরিস্থিতিতেই শনিবার নিজেদের মাঠে এসি মিলানকে স্বাগত জানায় ইন্টার মিলান। তবে স্বাগতিক সমর্থকদের অনুপ্রেরণায় শুরু থেকেই দুর্দান্ত খেলে ইন্টার। ম্যাচ শুরুর ৩৬ মিনিটেই দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের এ্যান্তনিও কানদ্রেভা। পূর্ণ শক্তির দল এসি মিলানের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর যেন আরও দুর্বার স্বাগতিকরা। প্রথমার্ধের ৪৪ মিনিটে মাউরো ইকার্দির সৌজন্যে গোল ব্যবধান দ্বিগুণ করে ইন্টার মিলান। এর ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে তারা। অন্যদিকে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। ম্যাচের ৮৩ মিনিটে সেই সুযোগও পেয়ে যায় এসি মিলান। এ্যালেসিও রোমাগনোলির গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। তবে ৯০ মিনিট শেষেও ম্যাচের ফলাফল ইন্টার ২-১ গোলে এগিয়ে। কিন্তু ম্যাচের রোমাঞ্চ যেন তখনও শেষ হচ্ছিল না। অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+৭ মিনিটে নাটকীয়ভাবে গোল করে এসি মিলানকে ড্র এনে দেন ক্রিস্টিয়ান জাপাতা। এই ড্রয়ের ফলে ৩২ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে এসি মিলান। সমানসংখ্যক ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে ইন্টার। ইতালিয়ান সিরি’ এ লীগে শীর্ষে যথারীতি জুভেন্টাস। গত কয়েক মৌসুম ধরে এককভাবে রাজত্ব করা জুভেন্টাস এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলছে। মৌসুমের প্রথম ৩১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭৭ পয়েন্ট। যেখানে দুইয়ে থাকা রোমার পয়েন্ট ৭১। একটা পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। ফুটবল পরাশক্তি থেকে রীতিমতো দুর্বল তকমা পাওয়া এসি মিলানকে বাঁচাতে নিজের ‘সর্বোচ্চ’ চেষ্টাই করলেন সিলভিও বারলুসকোনি। কিন্তু চীনা প্রতিষ্ঠান রোজেনরি স্পোর্টস ইনভেস্টমেন্ট লাক্সের কাছে এসি মিলানকে বিক্রি করে দিয়ে সদ্যই সাবেক মালিক হয়ে গেলেন এই ইতালীয় ধনকুবের। ক্লাব বিক্রি বাবদ চীনা প্রতিষ্ঠানটির কাছ থেকে ৭৪০ মিলিয়ন ইউরো পাবেন বারলুসকোনি। আর এই মালিকানা হস্তান্তরে ক্লাবটির উল্লেখযোগ্য আর্থিক পরিবর্তন আসবে বলে মনে করেন সাবেক ইতালির প্রধানমন্ত্রী। জানিয়ে রাখা ভাল যে, ১৯৮৬ সালে ক্লাবটির মালিকানা কিনেছিলেন বারলুসকোনি। তার মালিকানায় ৮ বার সিরি’ এ এবং ৫ বার ইউরোপীয় শিরোপা জয়ের স্বাদ পেয়েছে এসি মিলান। কিন্তু নারী ঘটিত কেলেঙ্কারি এবং দুর্নীতির কারণে ইতালির প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি।
×