ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেহাই মিলছে না শারজিলদের

প্রকাশিত: ০৬:০০, ১৬ এপ্রিল ২০১৭

রেহাই মিলছে না শারজিলদের

স্পোর্টস রিপোর্টার ॥ আপীল করেও রেহাই পাচ্ছেন না শারজিল খান ও খালিদ লতিফ। স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত দুই পাকিস্তানী ক্রিকেটারের আপীল খারিজ করে দিয়েছে লাহোরের একটি আদালত। কারণ তাদের বিরুদ্ধে আনীত স্পট ফিক্সিংয়ের অভিযোগ অনেকটাই প্রমাণিত। অভিযোগের বিপক্ষে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তারা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিট আগেই ওই চ্যালেঞ্জের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ৩১ বছর বয়সী খালিদসহ আরও ৫ ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এই বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল গঠিত হয়। লাহোর হাইকোর্ট সূত্র জানিয়েছে, খালিদ দুর্নীতিবিরোধী ইউনিটের কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও তা নাকচ করে দেয়া হয়েছে। আর পিসিবি জানায়, তারা ইতোমধ্যেই ক্রিকেটারদের বিপক্ষে বিভিন্ন ধরনের প্রমাণ ট্রাইব্যুনালের কাছে পেশ করেছে। যার মধ্যে রয়েছে স্বাক্ষীর বিবৃতি, রেকর্ড করা সাক্ষাতকার, ম্যাচের ভিডিও ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস এ্যাপের ভয়েস বার্তা। প্রমাণাদির কপি শারজিল ও খালিদকেও পাঠানো হয়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তাদের অভিযোগের ভিত্তিতে সবধরনের ক্রিকেটীয় কর্মকা- থেকে সাময়িক নিষিদ্ধ করেছে পিসিবি। একই ঘটনায় প্রথম ক্রিকেটার হিসেবে শাস্তি পেয়েছেন দেশটির দীর্ঘদেহী তারকা পেসার মোহাম্মদ ইরফান। গত মাসে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া সাময়িকভাবে আরও নিষিদ্ধ হয়েছেন শাহজিব হাসান ও নাসির জামশেদ। পাকিস্তান ক্রিকেটে ফিক্সিং-দুর্নীতির ঘটনা নতুন নয়। সবচেয়ে আলোচিত ২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে জাতীয় অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়া। পিএসএল ঘরোয়া টুর্নার্মেন্ট হলেও এবার পিসিবি তাই অনেক বেশি কঠোর। আইপিএলে একদিনে দুই হ্যাটট্রিক স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। একইদিনে ভিন্ন দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন দুই বোলার। শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যারিবিয়ান স্পিনার স্যামুয়েল বদ্রি। দিনের দ্বিতীয় ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে তিন বলে তিন উইকেট শিকারের পথে একই কীর্তি গড়েন গুজরাট লায়ন্সের অস্ট্রেলিয়ান পেসার এ্যান্ড্রু টাই। মজার বিষয়, দু’জনেরই ছিল এবারের আইপিএলে প্রথম ম্যাচ। যেখানে প্রথম ১১ ম্যাচে কোন হ্যাটট্রিক নেই, সেখানে একদিনে পরপর দুই ম্যাচে হলো দুটি হ্যাটট্রিক! এটাই ক্রিকেট। টাইয়ের হ্যাটট্রিকটা হয়েছে পুনের ইনিংসের শেষ ওভারে। প্রথম তিন বলে ফিরিয়ে দিয়েছেন অঙ্কিত শর্মা, মনোজ তিওয়ারি ও শার্দুল ঠাকুরকে। হ্যাটট্রিকের আগেই আরও ২ উইকেট নিয়েছিলেন টাই। সবমিলিয়ে ৪ ওভারে ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সী এই পেসার। এবারের আইপিএলে এই প্রথম কোন বোলার পাঁচ উইকেট পেলেন। এর আগে গত বিগ ব্যাশেও পার্থ স্করচার্সের হয়ে ব্রিসবেন হিটের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন টাই। ওই হ্যাটট্রিকটা ছিল আবার দুই ওভার মিলিয়ে।
×