ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্তান সম্ভবা ডানার দৃষ্টি টোকিও অলিম্পিকে

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ এপ্রিল ২০১৭

সন্তান সম্ভবা ডানার দৃষ্টি টোকিও অলিম্পিকে

স্পোর্টস রিপোর্টার ॥ ডানা ভলমার কি টোকিও অলিম্পিকে নামতে পারবেন প্রতিযোগিতায়? লন্ডন অলিম্পিকে স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের এ মহিলা সাঁতারু সন্তান সম্ভবা। আগামী জুলাইয়ে দ্বিতীয় সন্তানের মা হবেন ২৯ বছর বয়সী বাটারফ্লাই সাঁতারে পারদর্শী এ সাঁতারু। কিন্তু এর মাত্র দুই মাস আগেই পুলে নেমে বুঝিয়ে দিয়েছেন পরবর্তী অলিম্পিকের জন্য যথেষ্ট সময় পাবেন নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করার। অবশ্য গর্ভের সন্তান নিয়ে লস এ্যাঞ্জেলেসের মেসা প্রো সুইম প্রতিযোগিতার ৫০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকেই বাদ পড়েছেন। তবু নিজেকে নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে একমাত্র ব্যক্তিগত স্বর্ণ জয় করেন ডানা। ক্যারিয়ারে সবমিলিয়ে ৫টি অলিম্পিক সোনা জিতেছেন তিনি। এর মধ্যে লন্ডন অলিম্পিকে ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জয় করেন। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ৪ী২০০ মিটার ফ্রিস্টাইলে প্রথম অলিম্পিক সেনা জিতেছিলেন। এরপর ২০১২ লন্ডন অলিম্পিকে ব্যক্তিগত বাটারফ্লাই ছাড়াও ৪ী২০০ মিটার ফ্রিস্টাইল ও ৪ী১০০ মিটার মিডলেতে এবং গত বছর রিও ডি জেনিরো অলিম্পিকে ৪ী১০০ মিটার মিডলেতে স্বর্ণ জয় করেন তিনি। তবে রিওতে ৪ী১০০ মিটার ফ্রিস্টাইলে রৌপ্য ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ জয় করেন। এছাড়া চারটি বিশ্বচ্যাম্পিয়নশিপস স্বর্ণও আছে তার। মার্কিন এ মহিলা সাঁতারু তাই অলিম্পিক দলের অন্যতম সদস্য। ২০২০ সালের টোকিও অলিম্পিকেও অংশ নিতে উন্মুখ হয়ে আছেন ডানা। আর সে কারণেই নিজেকে সবসময় অনুশীলনের মধ্যে রেখেছেন। যদিও এই মুহূর্তে দ্বিতীয় সন্তানের জননী হওয়ার পথে তিনি। জুলাই মাসেই সেই সন্তানের মা হওয়ার সম্ভাব্য সময়। অথচ এরপরও মেসা প্রো সুইমে পুলে নামলেন ডানা। অবশ্য ৫০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকেই বাদ পড়েছেন তিনি। কিন্তু এ বিষয়ে ডানা বলেন, ‘টাইমিং ও অবস্থানটা কোন ব্যাপার নয়। আমি এখানে আসতে পেরেই খুশি।’ রিও অলিম্পিকের পর প্রথম সাঁতারে নেমে ২৭.৫৯ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন ডানা। ২০১২ অলিম্পিকের পরই সাঁতার থেকে সরে গিয়েছিলেন। সেবার প্রথম সন্তান আরলেনের জন্ম দিয়েছেন। তারপর ঠিকই রিও অলিম্পিকে অংশ নিয়ে বাজিমাত করেছেন। আবার হয়ত কিছুদিন সাঁতার থেকে দূরে থাকবেন। কিন্তু টোকিও অলিম্পিকে অবশ্যই নামতে চান ডানা। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে মূলত স্ট্রেংথ ট্রেনিং করছি এবং জলের সঙ্গে খাপ খাইয়ে রাখতে মনোযোগ দিচ্ছি। আমি এসব বেশ ভালভাবেই করতে পারছি।’
×