ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওল্ড ট্র্যাফোর্ডে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড হাইভোল্টেজ ম্যাচ

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ এপ্রিল ২০১৭

ওল্ড ট্র্যাফোর্ডে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড হাইভোল্টেজ ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যেই সাবেক ক্লাব চেলসির বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছেন জোশে মরিনহো। দু’বারই পরাজয়ের স্বাদ পেয়েছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছরের অক্টোবরে প্রথম সাক্ষাতে ব্লুজদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তার দল। এরপর মার্চে এফএ কাপের কোয়ার্টার ফাইনালেও ১-০ গোলে লজ্জাজনকভাবে হার মানে ম্যানইউ। আজ নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আবারও তার সাবেক ক্লাব চেলসির মুখোমুখি হতে যাচ্ছেন মরিনহো। কিন্তু সেই হারের প্রতিশোধের কথা ভাবছেন না স্পেশাল ওয়ান। এটাকে অন্য আরেকটি ম্যাচের মতোই দেখছেন তিনি। তবে তার লক্ষ্য ঘরের মাঠে জিতে পূর্ণ তিন পয়েন্ট লাভ করা। এ বিষয়ে সাবেক রিয়াল মাদ্রিদের এই কোচ বলেন, ‘আমার জন্য এটা একটা ম্যাচ। আরেকটি ম্যাচ ছাড়া আমার কাছে এটা ভিন্ন কিছুই নয়।’ ইংলিশ প্রিমিয়ার লীগে চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে চেলসি। কোচ হিসেবে যোগ দেয়ার প্রথম মৌসুমেই শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এ্যান্তনিও কন্টে। ৩১ ম্যাচ থেকে ২৪ জয় আর তিন ড্রয়ের সৌজন্যে ৭৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সবার ওপরে অবস্থান করছে ব্লুজরা। কন্টেও তাই মরিনহোর সঙ্গে এই ম্যাচের আগে মাইন্ড গেমে যেতে রাজি হননি। তার লক্ষ্য তিন পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের আরও একটু কাছাকাছি যাওয়া। অন্যদিকে চেলসির চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে ম্যানইউ। চ্যাম্পিয়ন্স লীগে সরাসরি খেলার লক্ষ্যে রেড ডেভিলসদেরও এই ম্যাচে জয়ের বিকল্প কোন ভাবনা নেই। ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গত কয়েক মৌসুম ধরেই নিষ্প্রভ তারা। তবে মরিনহোর অধীনে ক্রমেই যেন স্বরূপে ফিরছে সর্বোচ্চ লীগ শিরোপা জয়ীরা। গত অক্টোবরে চেলসির কাছে হারের পর টানা ২১ ম্যাচে অপরাজিত ম্যানইউ। দুইদিন আগে উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও তুলনামূলক খর্ব শক্তির দল আন্ডারলেখটের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ আন্ডারলেখটের মাঠে প্রথমে কিন্তু এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডই। প্রথমার্ধের ৩৬ মিনিটে হেনরিখ মিখাটারিয়ানের গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার মাত্র চার মিনিট আগেই দারুণ এক গোল করে আন্ডারলেখটকে সমতায় ফেরান লিয়েন্ডার ডেনডোনকার। এরপর আর কোন গোল না হলে ড্র নিয়েই বাড়ি ফিরে জোশে মরিনহোর দল। আগামী ২০ এপ্রিল নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আন্ডারলেখটকে আতিথ্য দিবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এ্যাওয়ে গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড যে ইতোমধ্যেই এগিয়ে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইউরোপা লীগে ইউনাইটেডের জয়ের দিনে অন্য ম্যাচে নিজেদের মাঠে আয়াক্স ২-০ গোলে হারায় শালেকে জিরো ফোরকে। স্পেনের ক্লাব সেল্টা ভিগো ৩-২ গোলে পরাজিত করে কেআরসি জেনকে। আর লিঁও ২-১ গোলে বেসিকটাসকে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। এদিকে কপাল পুড়েছে জুয়ান মাতার। এই মৌসুমে আর মাঠেই নামতে পারছেন না তিনি। শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ কোচ মরিনহোই নিশ্চিত করেছে বিষয়টি। গত মাসেই কুচকির অপারেশন করা হয়েছিল জুয়ান মাতার। কিন্তু এখনও ফিট হতে পারেননি ২৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। ইউনাইটেডের কোচ জানিয়েছেন, আগামী মে মাসের আগে পুরোপুরি সুস্থ হতে পারবেন না মাতা। কিন্তু তার আগেই অর্থাৎ মে মাসের ২১ তারিখেই শেষ হয়ে যাবে ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি আসর। কিন্তু উয়েফা ইউরোপা লীগ শেষ হবে তারও তিনদিন পর। এবার ২৪ মে স্টকহোমে হবে ইউরোপা লীগের ফাইনাল। তবে সেজন্য অবশ্যই রেড ডেভিলসদের ফাইনালের টিকেট কাটতে হবে। ২০১৪ সালে চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন জুয়ান মাতা। শুধু স্প্যানিশ তারকা মাতাই নন, মে মাসের মাঝামাঝি সময়ের আগে ডিফেন্ডার ফিল জোন্স এবং ক্রিস স্মলিংকেও দলে পাচ্ছেন না মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লীগে আজ ম্যানইউ-চেলসি ছাড়াও মাঠে নামছে লিভারপুল এবং ওয়েস্টব্রমউইচ।
×