ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইডেনে সাকিব-মুস্তাফিজ না থাকায় হতাশা!

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ এপ্রিল ২০১৭

ইডেনে সাকিব-মুস্তাফিজ না থাকায় হতাশা!

স্পোর্টস রিপোর্টার ॥ কলকাতা নাইটরাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, সাকিব-আল হাসান বনাম মুস্তাফিজুর রহমানÑ এ যেন লড়াইয়ের মধ্যে অন্য লড়াই। গতবার (নবম আসর ২০১৬) মুস্তাফিজ আইপিএলে ডাক পাওয়ার পর থেকেই টুর্নামেন্টে বাংলাদেশী ভক্তদের মধ্যে যেটি নতুন মাত্রা যোগ করে আসছে। এবার শ্রীলঙ্কা সফর শেষে সরসারি ভারতে উড়ে যান সাকিব, দেশ হয়ে মুস্তাফিজ। একদিন পরই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেরা একাদশে জায়গাও করে নেন কাটার মাস্টার, তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এখনও পর্যন্ত বাইরে। শনিবার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো মুখোমুখি হয় কলকাতা ও হায়দরাবাদ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ এ ম্যাচের দিকে বিশেষ আগ্রহ নিয়ে তাকিয়ে ছিলেন। সে আশায় গুড়েবালি। কেকেআরে যথারীতি অচ্ছুত সাকিব, আর প্রথম ম্যাচে ব্যর্থ মুস্তাফিজ বাদ পড়েন স্কোয়াড থেকে। ইডেনে দুই টাইগার তারকাকে বাইরে রেখেই দল সাজায় কলকাতা ও হায়দরাবাদ। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় ও শেষ টি২০তে বাংলাদেশের জয়ের ‘নায়ক’ সাকিব। যে কারণে আইপিএলে যোগ দিতে একদিন দেরি হওয়ায় তার পরিবর্তে গুজরাট লায়ন্সের বিপক্ষে অপরাজিত ৯৩ রান করে কলকাতাকে জেতান ক্রিস লিন। মুম্বাইর বিপক্ষে ৩২ রান করে ইনজুরিতে পড়েন এই অস্ট্রেলিয়ান। সেদিন কেকেআর হারে ৪ উইকেটে। ধারণা করা হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে পরের ম্যাচেই সাকিবের সুযোগ পাওয়াটা নিশ্চিত। কিন্তু সেটিও হয়নি। সাকিবকে ছাড়াই ৮ উইকেটের বড় জয় পায় গৌতম গাম্ভীরের দল। এরপরও ইডেনের পিচে সাকিবের অতীত পারফর্মেন্সই তাকে জায়গা করে দেবে, এমনটা ভেবেছিলেন সবাই। কিন্তু হায়দরাবাদের বিপক্ষে ম্যাচেও জায়গা হলো না। বিদেশী কোটায় স্থান পেলেন সুনিল নারাইন, ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস আর কলিন ডি গ্রান্টহোম। অথচ ২০১২ ও ২০১৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হতে সাকিবের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রথম সুযোগই গতবার মাত করে দেন মুস্তাফিজ। হায়দরাবাদের শিরোপা জয়ে অধিনাযক ডেভিড ওয়ার্নারের তুরুপের তাস ছিলেন ২০ বছর বয়সী তরুণ এ বাঁহাতি পেসার। বড় তারকা সাকিবকে ম্যাচের পর ম্যাচ ড্রেসিং রুমে কাটাতে হলেও ভারতে পা রেখে একদিন পরই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেরা একাদশে জায়গা করে নেন মুস্তাফিজ। কিন্তু তার শুরুটা ভাল হয়নি। প্রথম বলেই ছক্কা, প্রথম ওভারে দেন ১৯ রান। পরের ওভারে ১১। তৃতীয় ওভারে প্রতিপক্ষ জয়ের দোরগোড়ায় বলে একটু রক্ষে। সবমিলিয়ে ভীষণ রকমের বিবর্ণ মুস্তাফিজ। প্রথম ম্যাচে গত আসরের সেনসেশন হতাশা করেন। ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। মুম্বাইয়ের কাছে তার দল হায়দরাবাদ হারে ৪ উইকেটে। গতবার ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ। অন্যদিকে টুর্নামেন্টে পাঁচবার অংশ নিয়ে সাকিব ৪২ ম্যাচে নিয়েছেন ৪৩ উইকেট, দুটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৯৭ রান। ইডেনে প্রথম ম্যাচে দলে জায়গা না হওয়ায় দু’জনের দ্বৈরথ থেকে বঞ্চিত অগণিত ভক্ত। ৩০ এপ্রিল হায়দরাবাদের ঘরের মাঠে ফিরতি লড়াই। তবে আয়ারল্যান্ডে টাইগারদের ত্রিদেশীয় ওয়ানডে ও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ইংল্যান্ডে ক্যাম্প থাকায় এবারের আইপিএলে সাকিব-মুস্তাফিজ লড়াইটা হয়ত আর দেখাই হচ্ছে না।
×