ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে কলেজ শিক্ষিকার ওপর হামলার শাস্তি দাবি

প্রকাশিত: ০৫:৪৪, ১৬ এপ্রিল ২০১৭

গফরগাঁওয়ে কলেজ শিক্ষিকার ওপর হামলার শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজের শিক্ষিকা কাজী জাকিয়া ফেরদৌসির উপর হামলার প্রতিবাদ ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। শনিবার এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে বিসিএস শিক্ষা ক্যাডারের পেশাজীবী এ সংগঠন। বিবৃতিতে বলা হয়, গফরগাঁও সরকারী কলেজে চলমান এইচএসসি পরীক্ষা চলাকালীন বহিরাগতদের কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক জাকিয়া ফেরদৌসিকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ বিষয়ে মামলা হলে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। কিন্তু সমিতি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, সন্ত্রাসীরা জামিন পেয়ে কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে। মন্ত্রী কোন অবস্থাতেই সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কঠোর আন্দোলন কর্মসূচী নিতে বাধ্য হবেন বলে নেতৃবৃন্দ বিবৃতিতে জানিয়েছেন। শিক্ষক বাতায়নে সকল শিক্ষককে অন্তর্ভুক্তির নির্দেশ ॥ সকল শিক্ষককে শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহবার হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, একজন শিক্ষকের সঙ্গে অন্য শিক্ষকের সর্ম্পকের সেতু স্থাপনে কাজ করে ‘শিক্ষক বাতায়ন’। ২০২১ সালের মধ্যে সকল শিক্ষককে শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তা পূরণে আমরা বদ্ধপরিকর। এ বিষয়ে গুরুত্বের সঙ্গে কার্যক্রম গ্রহণে আলোকপাত করায় এসসিডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যেই আমরা শিক্ষাক্ষেত্রে নানা কর্মসূচী গ্রহণ করেছি। এর মধ্যে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও কন্টেন্ট আদান প্রদানের জন্য অনলাইন প্লাটফর্ম ‘শিক্ষক বাতায়ন’ বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষক বাতায়নে ইত্যোমধ্যেই দেড় লাখ শিক্ষক সদস্য হয়েছেন। পর্যায়ক্রমে সকলকেই এর আওতায় আনতে হবে। শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত করার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকসহ সকল আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। সকলকেই যার যার অবস্থান হতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের মাধ্যমে অবিলম্বে সকল শিক্ষককে শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত করে এসডিজি বাস্তবায়নে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
×