ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি একদিনের সফরে আজ মিঠামইনে যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ এপ্রিল ২০১৭

রাষ্ট্রপতি একদিনের সফরে আজ মিঠামইনে যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ এপ্রিল ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রবিবার একদিনের সফরে নিজ জন্মভূমি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আসছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক শেষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতি বেলা ১১টায় বঙ্গভবন থেকে রওয়ানা হয়ে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে দুপুর নাগাদ মিঠামইন উপজেলার আকাশ পথে লো-ফ্লাইংয়ের মাধ্যমে আগাম বন্যায় একমাত্র বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। এরপর দুপুর আড়াইটার দিকে তিনি মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে তিনি উপজেলা ডাকবাংলোয় পৌঁছলে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর সেখানে দুপুরের খাবার গ্রহণসহ বিশ্রাম নিবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো অডিটরিয়ামে জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুধী সমাবেশে যোগ দিবেন। ওইদিন তিনি উপজেলার কামালপুরে অবস্থিত নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে সুনামগঞ্জের উদ্দেশে মিঠামইন ত্যাগ করার কথা রয়েছে। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে।
×