ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাইম এশিয়া ভার্সিটির বর্ষবরণ

প্রকাশিত: ০৫:০২, ১৬ এপ্রিল ২০১৭

প্রাইম এশিয়া ভার্সিটির বর্ষবরণ

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে পহেলা বৈশাখ উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. এ. খালেক। বর্ষবরণের এই অনূষ্ঠানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাবিহা খালেক এবং অপর সদস্য রুবাইয়াত খালেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহ্মদ বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতীশ দীপঙ্কর ভার্সিটিতে বর্ষবরণ ॥ বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনানী সিটি ক্যাম্পাস থেকে সকাল ৮টায় শুরু হয়ে বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’ বনানী বাজার পর্যন্ত গিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলা বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বিভিন্ন ক্লাবের উদ্যোগে বৈশাখী স্টলের আয়োজন করা হয়। স্টলসমূহে রকমারি বৈশাখী জিনিসপত্র ও খাবারের পসরা সাজানো হয়। বর্ষবরণ অনুষ্ঠানসমূহে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য গোলাম সারোয়ার কবির, জোনায়েত আহমেদ, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, ট্রেজারার ড. রফিক উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ জাকির হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×