ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আনজাম মাসুদের ‘পরিবর্তন’ আজ

প্রকাশিত: ০৩:৫২, ১৬ এপ্রিল ২০১৭

আনজাম মাসুদের ‘পরিবর্তন’ আজ

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভিতে আজ রাত সাড়ে ১০টায় প্রচার হবে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর ১০তম পর্ব। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’ পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। ‘পরিবর্তন’ আজকের পর্ব ৩টি গান, ১টি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসঙ্গতি ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত বেশ কিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে। বৈশাখ মাস বিধায় এবারের পর্বে বৈশাখী মেলাসহ প্রাসঙ্গিক বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী সালমা এবং বিউটি এই প্রথম কোন টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়েছেন। ‘পরিবর্তন’ অনুষ্ঠানের জন্য গাওয়া শ্রোতাপ্রিয় লালন সঙ্গীত করিমানা কাম ছাড়েনা মদনে, এ গানটিতে সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমী। জাহিদ আকবরের কথায় ফোয়াদ নাসের বাবুর সুর ও সঙ্গীতে বৈশাখ নিয়ে গান গেয়েছেন সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী সুজন আরিফ ও কর্ণিয়া। রবিউল ইসলাম জীবনের কথায় আরফিন রুমির সুর ও সঙ্গীত পরিচালনায় একটি গান গেয়েছেন বর্তমান সময়ের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজা। বৈশাখী মেলা নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য নিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা রেসি। সঙ্গে রয়েছেন বিশজন সহশিল্পী। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে প্রবাদবাক্য নিয়ে করা কুইজের মাধ্যমে। হজম আলী, শালা-দুলাভাই, মামা ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-‘খাচকাটা খাচকাটা’ প্রেমিক- প্রেমিকা ইত্যাদি নিয়মিত পর্বের পাশাপাশি সমাজের সমসাময়িক ঘটনাবলী, নানা অসঙ্গতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাতœক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশে তুলে ধরা হয়েছে।
×