ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সানসিল্কের দিনব্যাপী বর্ষবরণ

প্রকাশিত: ০৩:৫২, ১৬ এপ্রিল ২০১৭

সানসিল্কের দিনব্যাপী বর্ষবরণ

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সানসিল্ক ও চ্যানেল আইয়ের আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪২৪। তারুণ্যের ব্র্যান্ড সানসিল্ক নতুন বছরে তারুণ্যের সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে শুভ কামনা জানাতে চ্যানেল আইয়ের সঙ্গে চতুর্থবারের মতো এ আয়োজনটি করে। পহেলা বৈশাখের ঝলমলে আয়োজনে প্রথমেই ছিল হাজারো কণ্ঠে বর্ষবরণ এবং মঙ্গল শোভাযাত্রা। এরপর সাধনা দলের একটি নৃত্য পরিবেশনা এবং সানসিল্কের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। রঙিন এই আয়োজনে বিভিন্ন সঙ্গীত শিল্পীদের পরিবেশনাও ছিল। এছাড়াও এই আয়োজনে ছিল বৈশাখী মেলা। স্টলগুলোতে সাজানো ছিল পিঠাপুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানা পণ্যসামগ্রী। এই অনুষ্ঠানটি সানসিল্কের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং করা হয়।
×