ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে নেই পর্যটনের সুবিধা

প্রকাশিত: ০৩:৫১, ১৬ এপ্রিল ২০১৭

শ্রীমঙ্গলে নেই পর্যটনের সুবিধা

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গল। মূলত চা-শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ পর্যটন কেন্দ্র। সারা বছর দেশী-বিদেশী পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে শ্রীমঙ্গল। তবে পর্যটকদের জন্য নেই প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। তাই অনেকটা বিড়ম্বনার মধ্যেই উপভোগ করতে হয় প্রকৃতির অপার লীলা। শুধু চা বাগান নয়। ৪৭টি চা-বাগানের পাশাপাশি শ্রীমঙ্গলে রয়েছে বাইক্কা বিল, লাউয়াছড়া জাতীয় উদ্যান, সীতেশ বাবুর চিড়িয়াখানাসহ নয়নাভিরাম নানা পর্যটন স্পট। মনোরম প্রাকৃতিক পরিবেশ ভ্রমণপিপাসীদের মোহিত করলেও রয়েছে নানা সঙ্কট। পর্যটকদের অভিযোগ, ভ্রমণের জন্য শ্রীমঙ্গলে সুনির্দিষ্ট কোন গাইড লাইন নেই। নেই যাতায়াতের সুব্যবস্থা। থাকার জন্য সরকারী ব্যবস্থাও অপ্রতুল। -অর্থনৈতিক রিপোর্টার হারিয়ে যাচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প নরসিংদীতে কালের বিবর্তন আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। তুলনামূলকভাবে সহজলভ্য ও বিকল্প পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি গৃহসামগ্রী। ফলে অস্তিত্ব সঙ্কটে পড়েছে এ শিল্পের সঙ্গে জড়িতরা। শৈল্পিক দক্ষতা ও হাতের নিপুণ স্পর্শে কারু কাজের মাধ্যমে মাটির দিয়ে নিত্য ব্যবহার্য পাত্র তৈরি করছেন নরসিংদীর মৃৎশিল্পীরা। নক্সা করা হাঁড়িপাতিল, কলস, ফুলের টব, পুতুল, পাখিসহ বাংলার চিরাচরিত সব নিদর্শন উঠে আসে তাদের তৈরি এসব শিল্পে। কিন্তু দিন-দিন আধুনিকতার ছোঁয়া আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীন হতে চলেছে ঐতিহ্যবাহী এ শিল্প। ফলে অনেকটা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে মৃৎশিল্পীদের। তাদের অভিযোগ, কম দামে অধিক টেকসই প্লাস্টিকের পণ্যের দাপটে কমে গেছে মাটির তৈরি এসব জিনিসের চাহিদা। -অর্থনৈতিক রিপোর্টার
×