ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিমানের পরিচালক প্রশাসন হলেন মমিনুল ইসলাম

প্রকাশিত: ০৩:৫০, ১৬ এপ্রিল ২০১৭

বিমানের পরিচালক প্রশাসন হলেন মমিনুল ইসলাম

বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) মমিনুল ইসলামকে পরিচালক প্রশাসন পদে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে। এর আগে মমিনুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক প্রশাসন হিসেবে দায়িত্বরত ছিলেন। মহাব্যবস্থাক প্রশাসন হওয়ার আগে তিনি ২০০৯ সাল থেকে জেনারেল ম্যানেজার (নিরাপত্তা) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় গত বছর তাকে জিএম প্রশাসন পদে নিয়োগ দেয়া হয়। এ বিভাগে পরিচালক হিসেবে বিমানের সাবেক পরিচালক (পরিকল্পনা) বেলায়েত হোসেন অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। -বিজ্ঞপ্তি ময়মনসিংহে বাড়ছে সৌর বিদ্যুত চালিত নলকূপের সংখ্যা অর্থনৈতিক রিপোর্টার ॥ ময়মনসিংহে বাড়ছে সৌর বিদ্যুত চালিত গভীর ও অগভীর নলকূপের সংখ্যা। সৌর বিদ্যুতে বোরো আবাদে সেচ খরচ কমে গেছে অর্ধেকেরও বেশি। এতে লাভবান হচ্ছেন কৃষক। কৃষকদের ব্যাংক ঋণ সুবিধাসহ সোলার প্যানেল স্থাপনে সহযোগিতা করছে সেবাদানকারী অনেক প্রতিষ্ঠান। কৃষি কর্মকর্তারা বলছেন, এর ফলে বিদ্যুতবিহীন অনেক এলাকা বোরো আবাদের আওতায় এসেছে। বিদ্যুতের ঘনঘন লোডশেডিং আর ইঞ্জিন চালিত সেচ পাম্পে ডিজেলের অতিরিক্ত খরচের কারণে ময়মনসিংহে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সৌর বিদ্যুত। আজ ৭২ ইউনিয়নে ব্যাংক বন্ধ অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন উপলক্ষে আজ রবিবার দেশের ২৪টি জেলার ৭২টি ইউনিয়নের সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়েছে। জেলাগুলো হলো- দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, টাঙ্গাইল, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুর।
×