ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিসিকের কাছে ক্ষতিপূরণ চান ট্যানারি মালিকরা

প্রকাশিত: ০৩:৫০, ১৬ এপ্রিল ২০১৭

বিসিকের কাছে ক্ষতিপূরণ চান ট্যানারি মালিকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরের কারণে উৎপাদন বন্ধসহ যে ক্ষতি হচ্ছে, বিসিকের কাছে তার ক্ষতিপূরণ দাবি করলেন ট্যানারি মালিকরা। একই সঙ্গে সাভারের চামড়া শিল্পনগরীতে গ্যাস-বিদ্যুতের সংযোগ দেয়াসহ ৯ দফা দাবি আদায়ে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন চামড়াশিল্প সংশ্লিষ্ট মালিক-শ্রমিকরা। শনিবার রাজধানীর ধানম-ির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়। এতে বাংলাদেশ ফিনিশ লেদার গুডস এ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের উৎপাদন বন্ধের কারণে যত ধরনের ক্ষতি হচ্ছে তা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনকে (বিসিক) দিতে হবে। আমরা ক্ষতিপূরণ নিরূপণ করছি। ক্ষতিপূরণের অর্থ আদায়ে প্রয়োজনে বিসিকের বিরুদ্ধে মামলা করা হবে। রাজস্ব হালখাতায় এনবিআরের ৫৬৬ কোটি টাকা আদায় অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলা নববর্ষ উপলক্ষে ‘রাজস্ব হালখাতা’য় আয়কর, ভ্যাট ও কাস্টমসে সারা দেশে মোট ৫৬৬ কোটি টাকা বকেয়া রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে আয়কর থেকে ৩০৬ কোটি, কাস্টমস থেকে ২০৭ কোটি এবং মূসক বা ভ্যাট থেকে ৫৩ কোটি টাকা আদায় হয়েছে। করদাতাদের বকেয়া পরিশোধে উদ্বুদ্ধ করতে প্রথমবারের মতো রাজধানীসহ সারাদেশের সব আয়কর, ভ্যাট ও কাস্টমস অফিসে রাজস্ব হালখাতা আয়োজন করে এনবিআর। ‘বকেয়া কর আদায় নয়, পরিশোধ’ -এ সেøাগানে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব সংস্কৃতির আদলে প্রতিটি রাজস্ব অফিসের গেট ও অফিস সজ্জিত করা হয়। গত বৃহস্পতিবার এনবিআরের অধীন সব আয়কর, ভ্যাট ও কাস্টমস অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে রাজস্ব হালখাতা। বকেয়া কর আদায়ে এনবিআর চেয়ারম্যানের নির্দেশনায় রাজধানীর এলটিইউ ‘ওপেন হাউজ ডে’এর পরিবেশে ব্যতিক্রমী রাজস্ব হালখাতার আয়োজন করে। গ্রামবাংলার ঐহিত্য মাটির হাঁড়ি, পাতিল, কলা গাছ, কুলো, হাতপাখা, মুখোশ, হাতির গেট আর রং-বেরঙের কার্টুনে সাজানো হয়েছে এলটিইউ।
×