ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত গ্যাস-ডিজেল পাইপলাইন স্থাপন প্রকল্পে অগ্রগতি

প্রকাশিত: ০৩:৪৯, ১৬ এপ্রিল ২০১৭

বাংলাদেশ-ভারত গ্যাস-ডিজেল পাইপলাইন স্থাপন প্রকল্পে অগ্রগতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে গ্যাস-ডিজেল সরবরাহে পাইপলাইন স্থাপন করতে যাচ্ছে ভারত। মোট ১৩১ কিলোমিটার গ্যাস-ডিজেল পাইপলাইন স্থাপনের প্রকল্পটি গত বুধবার দেশটির মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশে তেল-গ্যাস সরবাহের লক্ষ্যে ভারত সরকার তার নিজস্ব অর্থায়নে এ পাইপলাইনগুলো নির্মাণ করবে। ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত স্থাপিতব্য পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে ১০ লাখ টন জ্বালানি আসবে দেশে। এছাড়া প্রাকৃতিক গ্যাস সরবরাহে লাইনটি পশ্চিমবঙ্গের দাত্তাপুলিয়া হয়ে বাংলাদেশে এসে শেষ হবে। ভারতের তেল সচিব কে ডি ত্রিপাঠি সাংবাদিকদের জানান, ভারত-বাংলাদেশের মধ্যে তেল-গ্যাস উন্নয়নের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এতে দুই দেশের উন্নয়নের ধারায় আরও বিস্তার ঘটবে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্পের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিসহ হাইড্রোকার্বন সেক্টরে দুই দেশ এগিয়ে যাবে। ২০১৬ সালের শেষের দিকে জ্বালানি খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে দুই দেশের মধ্যে তেল ও গ্যাস পাইপলাইন সংযোগ স্থাপনের পরিকল্পনার ঘোষণা দেন ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তখন তিনি জানান, বাংলাদেশে তেল ও গ্যাস সরবরাহ করতে পেট্রোলিয়াম এ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড (পিএনজিআরবি) এরই মধ্যে পশ্চিমবঙ্গের কোনতাই থেকে হলদিয়া হয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের দত্তফুলিয়া পর্যন্ত পাইপলাইন স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এদিকে ভারতের তেল ও গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) নির্বাহী পরিচালক এস সি সোনি কয়েকদিন আগে জানান, ২০১৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও ভারতীয় তেল কর্পোরেশন (আইওসি) বন্দরনগরী চট্টগ্রামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) টার্মিনাল স্থাপনের চুক্তির পাশাপাশি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত একটি পাইপলাইন স্থাপনে আসামের নুমিলগড় পরিশোধন লিমিটেড (এনআরএল) ও বিপিসি আরও একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে বাংলাদেশে হাইস্পিড ডিজেল (এইচএসডি) সরবরাহ করবে ভারত।
×