ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মসুলে বিমান হামলায় আইএসের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা নিহত

প্রকাশিত: ০৩:৪৫, ১৬ এপ্রিল ২০১৭

মসুলে বিমান হামলায় আইএসের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা নিহত

ইরাকের পশ্চিম মসুলে বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় এক নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরাকী বাহিনী। আবু আইয়ুব আল আতার নামেও পরিচিত মুফতি আব্দুল্লাহ আল বাদরানি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা। খবর বিবিসির। বেসামরিকদের হত্যা, নির্যাতন ও যৌন নির্যাতনের মতো বিষয়ে আইএসের অনেক ফতোয়া এই আল বাদরানি দিয়েছিলেন বলে জানিয়েছে ইরাকী বাহিনী। উত্তর ইরাকে সংখ্যালঘু ইয়াজিদি স¤প্রদায়ের নারীদের যৌন নির্যাতন ও দাস বানানোর ফতোয়া তিনিই দিয়েছিলেন বলে ধারণা করা হয়। স¤প্রতি ইরাকী বাহিনীর পুনরুদ্ধার করা পূর্ব মসুলের বেসামরিক বাসিন্দাদের ওপর হামলা চালানোর ফতোয়াও দিয়েছিলেন তিনি। সাংবাদিকই সেরা সুন্দরী! ব্রিটেনের দ্য গ্রিমসবি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক লরা গুডারহ্যাম খবর সংগ্রহ করার জন্য ২০১৭ মিস গ্রেট গ্রিমসবি এ্যান্ড ডিসট্রিক্ট সৌন্দর্য প্রতিযোগিতার অডিশনে যান। খবর সংগ্রহ করতে গিয়ে এই গতবারের বিজয়ী মিলি মার্গারেটের নজরে পড়ে যান। তিনি লরাকে প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রস্তাব দেন। প্রথমে রাজি না হলেও পরে রাজি হন লরা। অন্য সবাইকে পেছনে ফেলে সেরা সুন্দরীর খেতাব লাভ করেন তিনি। -মিরর মহাকাশেও ট্রাম্পের বিরুদ্ধে... যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী প্রতিবাদ নতুন কিছু নয়। এবার মহাকাশেও তার বিরুদ্ধে প্রতিবাদ হলো। স্বাধীন মহাকাশ গবেষণা সংস্থা ‘অটোনমাস স্পেস এজেন্সি নেটওয়ার্ক’ বুধবার ১২০ কিউবিক ফুট হিলিয়াম ভর্তি বেলুন ‘এ্যাফ্রোডিট ওয়ান’ আকাশে উৎক্ষেপণ করে। ভূমি থেকে প্রায় ৯০ হাজার ফুট উঁচুতে ভাসমান বেলুনটির গায়ে জিপিএস সেন্সর, ক্যামেরা ও ট্রাাম্পের কড়া সমালোচনা করে বক্তব্য লেখা ছিল। -ওয়াশিংটন পোস্ট
×